সিলেটটুডে ডেস্ক

০১ আগস্ট, ২০১৮ ১২:৩৭

এবার সড়কে পরিবহন শ্রমিকরা

পরিবহন শ্রমিক ও যানবাহনের নিরাপত্তায় চেয়ে এবার শ্রমিকরা রাজপথে নেমেছেন। বুধবার (১ আগস্ট) সকালে শ্রমিকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় অবস্থান নিয়েছেন।

গত ৩ দিনে প্রায় অর্ধশতাধিক বাস ভাঙচুর এবং আগুন দেয়ার প্রতিবাদে রাজধানীর শনির আখড়া, যাত্রাবাড়ী, চিটাগং রোড, মাতুয়াইলে সড়কে অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা। এসব সড়কে ঢাকার বাইরে থেকে আসা কোনো দূরপাল্লার বাস ঢাকায় ঢুকতে দিচ্ছেন না তারা।

পরিবহন ধর্মঘটের কারণে যানচলাচল চলাচল করছে না মেয়র হানিফ ফ্লাইওভারসহ আশপাশের সড়কে। এসময় ফ্লাইওভার দিয়ে অনেককে পায়ে হেটে নিজ গন্তব্যের উদ্দেশে রওনা হতে দেখা গেছে। পুলিশ তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করছে।

শ্রমিকরা দাবি করে জানায়, রাজধানীসহ বিভিন্ন জায়গায় তাদের গাড়ি যাতে না ভাঙচুর করা হয়, তারা যাতে নিরাপদে গাড়ি চালাতে পারেন সে জন্য রাজপথে নেমেছেন।

আপনার মন্তব্য

আলোচিত