সিলেটটুডে ডেস্ক

০৭ নভেম্বর, ২০১৮ ১২:৪৮

প্রধানমন্ত্রীকে ‘গায়েবি’ মামলার তালিকা দিল বিএনপি

প্রথম দফা সংলাপে বিএনপির দাবির পরিপ্রেক্ষিতে নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলার তালিকা চেয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই বুধবার (৭ নভেম্বর) দ্বিতীয় দফা সংলাপের শুরুতেই সেই তালিকা জমা দিলো বিএনপি। এর আগে গত ১ নভেম্বর প্রথম দফা সংলাপ অনুষ্ঠিত হয়।

বুধবার বেলা ১১টায় ঐক্যফ্রন্ট-প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিতীয় দফা বৈঠকের আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘গায়েবি’ মামলার এই তালিকা জমা দেয়া হয় বলে জানান  বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া, এডভোকেট শরিফুল ইসলাম মিলন এ তালিকা পৌঁছে দেন বলেও জানান শায়রুল কবির খান।

প্রথম দফা সংলাপে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, গায়েবি মামলার তালিকা পেলে তিনি ব্যবস্থা নেবেন। সেই অনুযায়ী আজ দেশব্যাপী নেতাকর্মীদের নামে করা মামলার তালিকা জমা দেয়া হয়। এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ব্যক্তিগত কর্মকর্তা আবদুল হামিদ এই তালিকা গ্রহণ করেছেন বলে জানান শায়রুল কবির খান।

জানা যায়, ৫ হাজারের বেশি মামলার মধ্যে ১০৪৬টি মামলার তালিকা দেয়া হয়েছে। দুই এক দিনের মধ্যে বাকি তালিকা জমা দেয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত