সিলেটটুডে ডেস্ক

১১ মার্চ, ২০১৯ ১৭:৪১

লিটন, নুর, রাশেদের স্থায়ী বহিষ্কার চায় ছাত্রলীগ

ডাকসু নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে রোকেয়া হলে ‘নাটক’ হয়েছে বলে দাবি করছে ছাত্রলীগ। এছাড়াও ছাত্রলীগের পক্ষ থেকে পুরো প্রক্রিয়ায় জড়িতদের বিরুদ্ধে মামলা করার হুমকি দেওয়া হয়েছে  ও লিটন, নুর, রাশেদের স্থায়ী বহিষ্কার চাওয়া হয়েছে

ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, ‘লিটন, নুর, রাশেদের প্রার্থিতা বাতিল করতে হবে, তাদের স্থায়ী বহিষ্কার করতে হবে। সাধারণ শিক্ষার্থীদের স্বপ্ন ছিনতাইয়ের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।’

ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাব্বানী রোকেয়া হলে নূরের উপর কোনো হামলা হয়নি দাবি করে বলেন, ‌‌‌‌‘তারা ছিল ৪০ জন, আমরা ছিলাম ২ জন।  খালি ব্যালট পেপার নিয়ে এসেছে সেখানে, সিল ছিল না।  যখন নূর ধরা খেয়েছে, তখন অভিনয় করে ফিট হয়ে পড়ে গেল। এটা নাটক।’

বিকালে মধুর ক্যান্টিনে সংগঠনের পক্ষ থেকে সংবাদ সম্মেলনেও মামলা দায়ের করবেন বলে জানান ডাকসু নির্বাচনে ছাত্রলীগের জিএস প্রার্থী রাব্বানী।

২৯ বছর পর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে সোমবার নানা অনিয়মের মধ্যে ভোটগ্রহণ শেষে বাকি সব প্যানেলের প্রার্থীরা নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ার পর বিকালে মামলার হুমকি দেয় ছাত্রলীগ।

ছাত্রদের ১৩টি হলে ভোটগ্রহণ নিয়ে কোনো অভিযোগ নেই বলে দাবি করে ছাত্রলীগ সাধারণ সম্পাদক।বলেন, ‘তারা ষড়যন্ত্রের বীজ যেখানে পেরেছে বপন করেছে।’

কুয়েত মৈত্রী হলে সিলমারা যে ব্যালট পেপার পাওয়া গেছে, তাও ভুয়া বলে দাবি করেন তিনি।

ছাত্রলীগের প্রার্থীদের ভোট দেওয়া ওই ব্যালট পেপার উদ্ধারের ঘটনায় কুয়েত মৈত্রী হলের ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষকে দায়িত্ব থেকে অপসারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ বিষয়ে রাব্বানী বলেন, “কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে, সে বিষয়ে আমাদের কোনো কথা নেই।”

এছাড়াও  বাম সংগঠনগুলোর প্যানেলের ভিপি প্রার্থী ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক লিটন নন্দী, কোটা আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদের ভিপি প্রার্থী নুরুল হক নূর ও জিএস প্রার্থী রাশেদ খানকে মামলায় আসামি করা হবে বলে ছাত্রলীগ নেতারা জানিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত