সিলেটটুডে ডেস্ক

২৮ মার্চ, ২০১৯ ২২:৫৭

আগুন থেকে বাঁচতে উঁচু ভবন থেকে লাফ

ভয়াবহ অগ্নিকাণ্ডের পর বনানীর বহুতল ভবন এফ আর টাওয়ার থেকে লাফিয়ে পড়ে হতাহত হয়েছেন অনেকে।

২২ তলা এই বাণিজ্যিক ভবনে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে আগুন লাগে। তখন ভবনের বিভিন্ন অফিসে অসংখ্য কর্মী ছিল।

সপ্তম ও অষ্টম তলায় আগুন লাগার পর যখন ধোঁয়া ছড়িয়ে পড়ছিল উপরে, তখন প্রাণ বাঁচাতে উপরের বিভিন্ন তলা থেকে বেশ কয়েকজনকে লাফিয়ে পড়তে দেখা যায়, কেউ কেউ তার বেয়ে নামতে গিয়েও পড়ে যান।

এই অগ্নিকাণ্ডে বিকাল পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে, যাদের পাঁচজনই লাফিয়ে পড়ে আঘাত পেয়ে মারা যান। এদের মধ্যে শ্রীলঙ্কার এক নাগরিকও রয়েছেন।

ইউনাইটেড হাসপাতালে যে তিনজনের লাশ গেছে, তারাও নিহত হন লাফিয়ে পড়ে।

আগুন লাগার পর ভবনের উপরের তলাগুলোতে আটকা পড়েন অনেকে, কাচ ভেঙে অগ্নিনির্বাপক বাহিনীর কাছে প্রাণ বাঁচানোর আকুতি জানাতে দেখা গেছে তাদের। এদের অনেককে অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা মই দিয়ে উদ্ধার করেন।

এই অগ্নিকাণ্ডে অর্ধ শতের মতো আহত হয়ে হাসপাতালে আছেন।

আপনার মন্তব্য

আলোচিত