সিলেটটুডে ডেস্ক

২৯ মার্চ, ২০১৯ ১২:০৫

কার্গো কোম্পানিতে কাজ করতেন নিহত শ্রীলঙ্কান

বনানীর এফআর টাওয়ারে আগুন

কার্গো পরিবহন কোম্পানি স্ক্যানওয়েল লজিস্টিকে কাজ করতেন শ্রীলঙ্কার যুবক নিরস ভিগনারাজা। তিনি বনানীর অগ্নিকাণ্ডে নিহত হন। ঢাকার বনানীর কামাল আতাতুর্ক সড়কের ফারুক-রূপায়ন (এফআর) টাওয়ারের ১১ তলায় স্ক্যানওয়াল লজিস্টিক লিমিটেডের কার্যালয়।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে ২২ তলা ওই ভবনের সপ্তম তলায় আগুনে সূত্রপাত হয়, পরে তা উপরের দিকে দশম তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে।

ওই সময় লাফিয়ে নামতে গিয়ে গুরুতর জখম হন ২৮ বছর বয়সী শ্রীলঙ্কার নাগরিক নিরস।

কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, এই বিদেশি মারা গেছেন।

ঢাকায় শ্রীলঙ্কার রাষ্ট্রদূত ক্রিসান্থে ডি সিলভা জানান, নিরস ফ্রেইট ফরোয়ার্ডিং কোম্পানি স্ক্যানওয়াল লজিস্টিকে কাজ করতেন। প্রতিষ্ঠানটিতে মহাব্যবস্থাপক পদে ছিলেন নিরস।

আগুন থেকে বাঁচতে নামার সময় সিরি ইন্দ্রিকা (৪৬) নামে এক শ্রীলংকার নাগরিকও আহত হন। তবে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়ে চলে যান তিনি।

ফায়ার সার্ভিস জানিয়েছে এই অগ্নিকাণ্ডে অন্তত ১৯ জন নিহত এবং অর্ধ শতাধিক আহত হন।

আপনার মন্তব্য

আলোচিত