সিলেটটুডে ডেস্ক

৩০ মার্চ, ২০১৯ ১৬:৪৯

গুলশানে অগ্নিকাণ্ড: ৫ সদস্যের তদন্ত কমিটি

রাজধানীর গুলশানের ডিএনসিসি মার্কেট লাগোয়া কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।

শনিবার (৩০ মার্চ) সকালে আড়াই ঘণ্টার এই অগ্নিকাণ্ডে লোহার কাঠামোয় টিনের ছাউনিতে তৈরি ওই কাঁচাবাজারের দেড়শর মতো দোকানের সবগুলোই পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত হয় পাশের পাঁচ তলা গুলশান শপিং সেন্টারের কয়েকটি দোকানও।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে ফায়ার সার্ভিস গঠিত তদন্ত কমিটির প্রধান করা হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) শামীম আহসান চৌধুরীকে। এই কমিটির সদস্য সচিব করা হয়েছে সহকারী পরিচালক সালেহ উদ্দিনকে।

দুই বছর আগে এই ডিএনসিসি মার্কেটেই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল। তখন পুড়ে যাওয়া কাঁচাবাজারটি নতুন করে গড়ে তোলার পর আবার পুড়ল।

এই কাঁচাবাজারে মাছ-মাংস, শাক সবজি ও মুদি দোকান ছাড়াও প্রসাধনী ও খাদ্যপণ্যের বহু দোকান ছিল। আমদানি করা শিশু খাদ্য ও সুগন্ধির জন্য জনপ্রিয় ছিল এই বাজারটি।

ওই বিপণি বিতানের ব্যবসায়ী সমিতির সভাপতি এস এম তালাল রিজভী জানিয়েছেন, দুই বছর আগের অভিজ্ঞতায় দোতলা ডিএনসিসি মার্কেটে অগ্নিনির্বাপণের ব্যবস্থা নেওয়া হয়।

তবে লাগোয়া কাঁচাবাজারটিতে অগ্নিনির্বাপণের ব্যবস্থা ছিল না বলে ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন।

ধারণা করা হচ্ছে, কোনো সুগন্ধির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

দোকানিরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সময় ভেতরে কেউ ছিলেন না। ফটক তালাবদ্ধ করে বাইরে ছিলেন পাহারাদাররা।

আপনার মন্তব্য

আলোচিত