সিলেটটুডে ডেস্ক

২৭ এপ্রিল, ২০১৯ ২০:৫৭

নুসরাতের পরিবারের ৫ লাখ টাকা ঋণ মওকুফ

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির পরিবারের পাঁচ লাখ টাকা ঋণ মওকুফ করে দিয়েছে এনজিও ব্যুরো বাংলাদেশ।

ব্যুরো বাংলাদেশের সোনাগাজী উপজেলার বক্তারমুন্সী শাখার ব্যবস্থাপক লুৎফুর রহমান বলেন, নিহত নুসরাতের মায়ের নামে ব্যুরো বাংলাদেশ থেকে ৪ লাখ টাকা ও আগের নেওয়া আরও ১ লাখ ১২ হাজার ৪০০ টাকা ঋণ ছিল। এসব ঋণ মওকুফ করে দেওয়া হয়েছে।

লুৎফুর রহমান জানান, ঋণের বিষয়ে সংস্থার পরিচালনা পর্ষদ জরুরি সভা ডেকে ক্ষতিগ্রস্ত পরিবারের কথা বিবেচনা করে প্রধান কার্যালয়ের সভায় ঋণ মওকুফের বিষয়ে সিদ্ধান্ত হয়।

শুক্রবার বিকেলে তিনিসহ ব্যুরোর সোনাগাজী শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা কাজী মো. ইয়াদ আলী নুসরাতের বাড়িতে গিয়ে বিষয়টি জানিয়ে আসেন।

নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান ব্যুরো বাংলাদেশের পক্ষ থেকে তাদের পরিবারের ঋণের টাকা মওকুফের বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত