সিলেটটুডে ডেস্ক

০৯ মে, ২০১৯ ০২:২০

ইউএনওদের জন্য কেনা হচ্ছে ১০০ পাজেরো

উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য পাজেরো কিউএক্স মডেলের ১০০ গাড়ি কিনছে সরকার। এজন্য পিপিআরের নির্ধারিত মূল্যসীমা শিথিলকরণের নীতিগত অনুমোদন দেয়া হয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে। বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

এদিকে একই ভেনুতে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ১১টি ক্রয়প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। বৈঠকে কমিটির সদস্য মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে অনুমোদিত ক্রয়প্রস্তাবের বিভিন্ন দিক তুলে ধরেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ব্যবহারের জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে ১০০টি মিত্সুবিশি পাজেরো স্পোর্টস কিউএক্স গাড়ি ক্রয়ের লক্ষ্যে পিপিআর-২০০৮-এর বিধি-৭৬(২)-এ উল্লেখিত মূল্যসীমা শিথিলকরণের নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া ২০১৮-১৯ অর্থবছরের বাজেট বরাদ্দ থেকে বিভিন্ন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কার্যালয়ে ব্যবহারের জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে ১৩টি কেবিনক্রুজার ক্রয়ের লক্ষ্যে পিপিআর, ২০০৮-এর বিধি-৭৬(২)-এ উল্লেখিত মূল্যসীমা শিথিলকরণের নীতিগত অনুমোদন দিয়েছে কমিটি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ-সংক্রান্ত প্রস্তাবনায় বলা হয়েছে, ইউএনও তৃণমূল পর্যায়ে সরকারের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন। এসব কাজ পরিচালনার জন্য ইউএনওদের প্রয়োজনীয় জনবলসহ প্রতিনিয়ত সরকারি যানবাহন ব্যবহার করতে হয়। এর আগে ২০০৭ সালে বরাদ্দ দেয়া গাড়িগুলোর মেয়াদ নেই। এতে প্রশাসনিক গতিশীলতা ব্যাহত হচ্ছে। জনস্বার্থে মেয়াদ শেষ হওয়া পুরনো গাড়িগুলো প্রতিস্থাপন জরুরি।

এর আগে ২০০৬ ও ২০০৭ সালে ২৫৫টি গাড়ি কেনা হয়েছিল ইউএনওদের জন্য। এগুলো প্রতিটি ২৮-৩৫ লাখ টাকায় কেনা হয়। চলতি বছর প্রতিটি ৫৬ লাখ ৮৭ হাজার টাকা মূল্যে ১০০টি গাড়ি কেনার জন্য বরাদ্দ হলেও পরবর্তী সময়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রতিটি ৯১ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের ১০০টি ২৭০০ সিসির গাড়ি কিনতে ৯১ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির গতকালের বৈঠকে পিপিপির আওতায় নীতিগতভাবে অনুমোদিত ‘এস্টাবলিশমেন্ট অব ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ট্যুরিজম কমপ্লেক্স অ্যাট এক্সিস্টিং মোটেল আপঅন কম্পাউন্ড অব বিপিসি অ্যাট কক্সবাজার’ শীর্ষক প্রকল্পটি পিপিপির পরিবর্তে জিওবি/সংস্থার নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিএনএস-এটিএম (কমিউনিকেশনস-নেভিগেশন অ্যান্ড সার্ভিল্যান্স-এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট) সিস্টেমসহ রাডার স্থাপন কার্যক্রম জিটুজি ভিত্তিতে সরাসরি ক্রয়ের নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।

একই বৈঠকে জিটুজি পদ্ধতিতে রাশিয়া থেকে এক লাখ টন গম পিপিএ, ২০০৬-এর ৬৮(১) ধারার আওতায় সরাসরি ক্রয়পদ্ধতিতে ক্রয়ের লক্ষ্যে পিপিআর, ২০০৮-এর বিধি ৭৬(২)-তে উল্লেখিত মূল্যসীমার ঊর্ধ্বে ক্রয়ের নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, রাশিয়া থেকে সরকারি পর্যায়ে এক লাখ টন গম আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুসারে প্রতি টন গমের দাম পড়বে ২৬৭ দশমিক ৩০ ডলার। এজন্য বাংলাদেশী মুদ্রায় ২২৪ কোটি ৫৩ লাখ টাকা ব্যয় হবে। এছাড়া রাষ্ট্রীয় পর্যায়ে সৌদি আরব ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৩ লাখ ৫০ হাজার টন ডিএপি সার আমদানির ক্রয়প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। ফসলের মৌসুমে কৃষক যাতে নির্ভাবনায় ফসল উৎপাদন করতে পারেন, তা নিশ্চিত করতেই সার আমদানি করা হচ্ছে। এতে ব্যয় হবে ১ হাজার ৩৪০ কোটি টাকা।

অন্যদিকে ক্রয় কমিটির বৈঠকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব অর্থে বাস্তবায়নাধীন ‘ঢাকা মিরপুরস্থ ১৬ নম্বর সেকশনে স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য ৮৩২টি ফ্ল্যাট নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ১ হাজার ৫৪৫ বর্গফুট আয়তনের ফ্ল্যাট সংবলিত দুটি ভবন নির্মাণকাজের ক্রয়প্রস্তাব অনুমোদন দেয়া হয়। এতে ব্যয় হবে ১১৩ কোটি টাকা।

আ হ ম মুস্তফা কামাল বলেন, ২০২০ শিক্ষাবর্ষের মাধ্যমিক বাংলা ও ইংরেজি ভার্সন এবং এসএসসি ভোকেশনাল স্তরের বিনা মূল্যে বিতরণযোগ্য পাঠ্যপুস্তক মুদ্রণের জন্য ১৮ হাজার ৫০০ টন মুদ্রণ কাগজ সংগ্রহের আহ্বান করা দরপত্রের বিপরীতে মুদ্রণ কাগজ ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ১০৫ কোটি ২৮ লাখ টাকা।’

বৈঠকে ‘সদর দপ্তর ও জেলা কার্যালয় স্থাপনের মাধ্যমে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর শক্তিশালীকরণ (প্রথম সংশোধন)’ শীর্ষক প্রকল্পের আওতায় ১১৭ কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ে আগারগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দুটি বেজমেন্টসহ ১৩তলা ভিতবিশিষ্ট ১৩তলা প্রধান কার্যালয় ভবন, পয়ঃপ্রণালী, পানি সরবরাহ ও অভ্যন্তরীণ বৈদ্যুতিকীকরণসহ অন্যান্য নির্মাণকাজের ক্রয়প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

এছাড়া বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ‘পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণের মাধ্যমে ১৫ লাখ গ্রাহক সংযোগ (১৯ দশমিক ৫ লাখ গ্রাহক সংযোগের সংস্থানসহ প্রথম সংশোধন)’ শীর্ষক প্রকল্পের বিভিন্ন লটের আওতায় টার্ন-কি ভিত্তিতে মোট ১৫টি সাব-স্টেশন নির্মাণের ক্রয়প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি। এসব সাব-স্টেশন টার্ন-কি ভিত্তিতে স্থাপিত হবে। এনার্জি প্যাক এগুলো স্থাপন করবে।

চট্টগ্রাম সমুদ্রবন্দরের সক্ষমতা বাড়াতে দুটি স্ক্যানার মেশিন ক্রয়ের একটি প্রস্তাবও অনুমোদন দেয়া হয়েছে ক্রয় কমিটির বৈঠকে। এতে ব্যয় হবে ৯০ কোটি টাকা।

আপনার মন্তব্য

আলোচিত