সিলেটটুডে ডেস্ক

২৮ জুন, ২০১৯ ১৪:৪২

শনিবার সকল তফসিলি ব্যাংক খোলা

আয়কর, ভ্যাট ও শুল্ক সরকারি কোষাগারে জমাদানের সুবিধার্থে শনিবার (২৯ জুন) সব তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখাসমূহ (বিশেষ করে জেলা পর্যায়ের সব তফসিলি ব্যাংক এবং উপজেলা পর্যায়ে সোনালী ব্যাংক লি.) খোলা রাখার জন্য নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশন্স বিভাগের মহাব্যবস্থাপক (সহকারী মুখপাত্র, বাংলাদেশ ব্যাংক) জি. এম. আবুল কালাম আজাদ সাক্ষরিত নির্দেশনা সব তফসিলি ব্যাংকে পাঠানো হয়।

দেশের সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে বলা হয়েছে, করদাতাদের আয়কর, ভ্যাট ও শুল্ক জমাদানের সুবিধার্থে চেক/চালান/পে-অর্ডার/ডিমান্ড ড্রাফট সেবা চালু রাখার লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণপূর্বক সকল তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখাসমূহ শনিবার খোলা রাখতে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হলো।

বিশেষ করে জেলা পর্যায়ের সকল ব্যাংক এবং উপজেলা পর্যায়ের সোনালী ব্যাংকের শাখা শনিবার খোলা রাখতে হবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত