সিলেটটুডে ডেস্ক

০৯ সেপ্টেম্বর, ২০১৫ ১৭:৩৪

শিক্ষার্থীদের ভ্যাটবিরোধী মিছিলে পুলিশের গুলি

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির ওপর আরোপিত ভ্যাটের বিরোধিতা করে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে লাঠিচার্জ ও রাবার বুলেট চালিয়েছে পুলিশ। এতে আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের বেশ কজন শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা এস এম মহিউদ্দিন গনমাধ্যমে এ খবর নিশ্চিত করেন।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার মাসফিকুর রহমান ও কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষক এয়াশের খান আহত হয়েছেন। অন্যদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের ছোড়া ইটের টুকরায় আহত হয়েছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল জলিল।

সর্বশেষ বিকাল সাড়ে চারটার দিকে কয়েকশ শিক্ষার্থী রামপুরার প্রধান সড়কে অবস্থান নেয়। এ সময় তারা ‘ভ্যাট দিব না, গুলি কর’ এ স্লোগান দিতে থাকে।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও রায়ট কার মোতায়েন করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত