সিলেটটুডে ডেস্ক

১৩ মার্চ, ২০২০ ১১:৪২

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির ৮, আ.লীগের ৬ জন নির্বাচিত

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে টানা দ্বিতীয়বার নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের আইনজীবী এ এম আমিন উদ্দিন। আর এবার সম্পাদক পদে নির্বাচিত হয়েছে বিএনপি সমর্থিত প্যানেলের ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

২০২০- ২০২১ সেশনের এই নির্বাচনে মোট ১৪টি পদের মধ্যে ৮টি পদে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্যানেলের আইনজীবীরা। আর আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের আইনজীবীরা নির্বাচিত হয়েছেন ৬টি পদে।

বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে নির্বাচিতরা হলেন- মো. আব্দুল জব্বার ভূঁইয়া (সহ-সভাপতি), ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল (সম্পাদক), ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী (কোষাধ্যক্ষ), মার-ই-আম খন্দকার (সদস্য),আমিরুল ইসলাম খোকন (সদস্য), মোহাম্মদ মোহাদ্দেস-উল-ইসলাম টুটুল (সদস্য), মোহাম্মদ মহসিন কবির (সদস্য), মোহাম্মদ শরিফ উদ্দিন রতন (সদস্য)।

নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল থেকে নির্বাচিতরা হলেন- এ এম আমিন উদ্দিন (সভাপতি), মো. মনিরুজ্জামান (সহ সভাপতি), মোহাম্মদ ইমতিয়াজ ফারুক (সহ-সম্পাদক ), মোহাম্মদ বাকির উদ্দিন ভূঁইয়া (সহ-সম্পাদক), মো. হুমায়ুন কবির (সদস্য), মোহাম্মদ মশিউর রহমান (সদস্য)।

সভাপতি এ এম আমিন উদ্দিন আওয়ামী লীগ নেতৃত্বাধীন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) প্রার্থী ছিলেন। তার প্রাপ্ত ভোট ৩৩৭০। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি সমর্থিত প্যানেলের জয়নুল আবেদিন পেয়েছেন ২৪৫৭ ভোট।

অপরদিকে সম্পাদক মো. রুহুল কুদ্দুস কাজল বিএনপি-জামায়াত সমর্থক আইনজীবীদের জাতীয়তাবাদী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) প্রার্থী ছিলেন। তিনি ভোট পেয়েছেন ৩০৭৬ টি। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের শাহ মঞ্জুরুল হক পেয়েছেন ২৮১১ ভোট।

গত বুধবার সকাল ১০টা থেকে মাঝে ১ ঘণ্টার বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত দুই দিনব্যাপী এই ভোট গ্রহণ চলে। এরপর বৃহস্পতিবার রাতে ভোট গণনার পর শুক্রবার সকালে ফলাফল ঘোষণা করা হয়।

এবারের নির্বাচনে মোট ৭ হাজার ৭ শত ৮১ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৫ হাজার ৯ শত ৪০ জন আইনজীবী। মোট ১৪টি পদের বিপরীতে এবার প্রার্থী হয়েছিল ৩১ জন। বিএনপি ও আওয়ামী লীগ সমর্থিত দুই প্যানেলের বাইরে এবার সভাপতি পদে আইনজীবী ইউনুছ আলী আকন্দ, সহ-সম্পাদক পদে ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া ও সদস্য পদে তপন কুমার দাস প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দুই দিনব্যাপী অনুষ্ঠিত এই নির্বাচন পরিচালনায় সাত সদস্যের নির্বাচন উপ-কমিটি গঠন করা হয়। জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফের নেতৃত্বে গঠিত এই কমিটির সদস্য ছিলেন- মো. জসীম উদ্দিন, শরীফ ইউ আহমেদ, মুহাম্মদ সালেহ উদ্দিন, মোহাম্মদ ইলিয়াছ ভূঁইয়া (বিএম ইলিয়াছ কচি), মো. জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ আশরাফ উজ জামান খান।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির গত নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতিসহ ছয়টি পদে সরকার সমর্থক সাদা প্যানেল নির্বাচিত হয়। আর সম্পাদকসহ আটটি পদে নির্বাচিত হয় বিএনপি সমর্থক নীল প্যানেলের আইনজীবীরা।

আপনার মন্তব্য

আলোচিত