সিলেটটুডে ডেস্ক

২৩ এপ্রিল, ২০২০ ১৮:৪৮

ভিআইপিদের জন্য আলাদা হাসপাতালের খবর সঠিক না : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘গণমাধ্যমে প্রকাশ হয়েছে, ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল তৈরি হচ্ছে। এই খবরটি সঠিক নয়। সরকার এই ধরনের কোনো ব্যবস্থা করেনি।’

বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব তথ্য জানান।

জাহিদ মালেক বলেন, ‘সবার জন্য একই চিকিৎসা এবং একই হাসপাতাল রাখা হয়েছে। কোনো হাসপাতালই লকডাউন করা হয়নি এবং হবে না। অন্যান্য হাসপাতালে স্বাভাবিক চিকিৎসা বজায় আছে এবং থাকবে। যে সব হাসপাতালে সরকার ওষুধ দিয়ে থাকে সেগুলো এখনো অব্যাহত আছে এবং সঠিকভাবে পরিচালিত হচ্ছে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা লক্ষ করছি, বেশ কিছু হাসপাতালে রোগীদের সেবা দিতে গিয়ে আমাদের বেশ কিছু চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হয়েছেন। তার জন্য আমরা দুঃখ প্রকাশ করি এবং তাদের সুস্থতা কামনা করি। কারণ তারাই কোভিডের বিরুদ্ধে যুদ্ধ করছেন।

বিজ্ঞাপন



জাহিদ মালেক আরো বলেন, ‘যেহেতু আমরা নতুন নতুন হাসপাতাল কোডিভ রোগীদের জন্য প্রস্তুত করছি। এবং বেশকিছু ডাক্তারকেও কোয়ারেন্টিনে যেতে হয়েছে। এমন পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় নতুন দুই হাজার নতুন ডাক্তার এবং ছয় হাজার নার্স নিয়োগের ব্যবস্থা আমরা করছি। আমরা আশা করি, এই নিয়োগের মাধ্যমে আমাদের স্বাস্থ্যসেবা আগামীতে আরো জোরদার হবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে ১২৭ জনের মৃত্যু হলো। এ ছাড়া নতুন করে আরো ৪১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট চার হাজার ১৮৬ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।’

আপনার মন্তব্য

আলোচিত