নিজস্ব প্রতিবেদক

০৪ মে, ২০২০ ০০:০৩

পূর্ণ বেতন ও ঈদ বোনাস পাবেন না বেসরকারি মেডিকেল কলেজের চিকিৎসকরা

করোনাভাইরাস সঙ্কটের কারণে এবার শিক্ষক ও চিকিৎসকদের পূর্ণ বেতন দেবে না দেশের বেসরকারি মেডিকেল কলেজগুলো। একইসঙ্গে ঈদ বোনাসও দেওয়া হবে না।

শনিবার (২ এপ্রিল) বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের এক সভায় এ সিদ্ধান্ত হয়। এই সভার সিদ্ধান্তসমূহ রোববার দেশের সকল বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানানো হয়েছে। সংগঠনের সভাপতি এমএ মুবিন খান ও সাধারণ সম্পাদক ডা. মো এনামুর রহমান এমপি এই চিঠিতে স্বাক্ষর করেন।

বিজ্ঞাপন



চিঠিতে ২ এপ্রিলের সভার সিদ্ধান্তের সূত্র ধরে উল্লেখ করা হয়-

করোনাভাইরাস মহামারী চলাকালে বাংলাদেশর সকল মেডিকেল কলেজ ও হাসপাতাল গভীর সঙ্কটের সম্মুখীন হয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। তাই সংগঠনের সদস্যভূক্ত বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক, চিকিৎসক ও কর্মচারীদের উৎসব বোনাস প্রদান করা হবে না।

এপ্রিল মাসের বেতন, যা মে মাসে প্রদান করার কথা তা সকল অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারি অধ্যাপক ও প্রভাষকদের ৬০শতাংশ প্রদান করা হবে। ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী পূর্ণ বেতন পাবেন। আর কলেজ স্টাফ যারা অনুপস্থিত তারা ৬০ শতাংশ বেতন পাবেন।

যে সকল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী হাসপাতালে ২৪ ঘন্টা কাজ করছেন তাদের সম্পূর্ণ বেতন দিতে হবে।

আপনার মন্তব্য

আলোচিত