সিলেটটুডে ডেস্ক

০৮ মে, ২০২০ ১৪:৪৯

করোনা আক্রান্ত পুলিশদের চিকিৎসা ইমপালস হাসপাতালে

রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হবে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের। শুক্রবার (৮ মে) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, হাসপাতালটি প্রাথমিকভাবে আড়াই মাসের জন্য ভাড়া করা হয়েছে।  শুধুমাত্র করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের নিবিড় চিকিৎসা দেওয়ার জন্য ৪৫০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালটি এখন থেকে ব্যবহৃত হবে।

সোহেল রানা জানান, গত ৫ মে (মঙ্গলবার) কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এবং ইমপালস হাসপাতালের মধ্যে এ সংক্রান্তে একটি এমওইউ (সমঝোতা) স্বাক্ষরিত হয়েছে। শিগগিরই ইমপালস হাসপাতালে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা শুরু হবে।


আপনার মন্তব্য

আলোচিত