সিলেটটুডে ডেস্ক

০৬ ফেব্রুয়ারি , ২০২১ ২২:১২

‘পল্লীবন্ধু পদক’ দেবে জাতীয় পার্টি

সাহিত্য, ক্রীড়া, স্বাস্থ্য, সংগীত, শিক্ষা, কৃষি সাংবাদিকতা, শিল্প এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়ন-এই আট বিভাগে ‘পল্লীবন্ধু পদক’ নামে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি। শনিবার জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য এসএম ফয়সল চিশতীকে আহ্বায়ক এবং সাবেক সচিব এম এম নিয়াজ উদ্দিনকে সদস্য সচিব করে ‘পল্লীবন্ধু পদক ২০২১’ কমিটি গঠন করা হয়েছে। কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন সুনীল শুভরায়, সাইফুদ্দিন আহমেদ মিলন, এটিইউ তাজ রহমান, সোলায়মান আলম শেঠ, শফিকুল ইসলাম সেন্টু, রেজাউল ইসলাম ভূইয়া ও লিয়াকত হোসেন খোকা।

কমিটিতে সদস্য থাকছেন মাহমুদুর রহমান, জহিরুল আলম রুবেল, হেনা খান পন্নী, মোস্তফা আল মাহমুদ, হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ, তারেক এ আদেল, বেলাল হোসেন, মাখন সরকার, সুলতান মাহমুদ ও নাজমুল খান।

শনিবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে পদক কমিটির সভায় সভায় ম্যাগাজিন সাব কমিটি ও অর্থ সাব কমিটি গঠন করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সুনীল শুভরায়কে আহ্বায়ক, রেজাউল ইসলাম ভূইয়াকে যুগ্ম আহ্বায়ক এবং নাজমুল খানকে সদস্য সচিব করে ম্যাগাজিন সাব-কমিটি গঠন করা হয়।

সাইফুদ্দিন আহমেদ মিলনকে আহ্বায়ক, মোস্তফা আল মাহমুদকে যুগ্ম আহ্বায়ক এবং তারেক এ আদেলকে সদস্য সচিব করে অর্থ সাব কমিটি গঠন করা হয়েছে।

সেনাকর্মকর্তা হুসেইন মুহম্মদ এরশাদ আশির দশকে সেনাপ্রধান থেকে দেশের ক্ষমতা দখল করেন। এরপর নব্বইয়ের তীব্র গণআন্দোলনে তার পতন ঘটে। জাতীয় পার্টি এরশাদকে ‘পল্লীবন্ধু’ অভিহিত করে থাকে।

আপনার মন্তব্য

আলোচিত