সিলেটটুডে ডেস্ক

১৬ ফেব্রুয়ারি , ২০২১ ১৯:০০

ভোট ডাকাতির নির্বাচন নিয়ে মহাকাব্য রচনা সম্ভব : রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘বর্তমানে ব্যাপক সন্ত্রাস, উদাহরণহীন অনিয়ম ও ভোট ডাকাতির যে নির্বাচন হচ্ছে, তা নিয়ে একটি মহাকাব্য রচনা করা সম্ভব। দেশব্যাপী চতুর্থ দফায় ৫৫টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আগের ধাপের নির্বাচনগুলোর মতোই এ ধাপের নির্বাচনে ভোটকেন্দ্র ছিল আওয়ামী লীগের দখলে। সব কেন্দ্রেই তাদের দৌরাত্ম্য ছিল আগের মতোই।’

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

রিজভী অভিযোগ করেন, ‘বর্তমানে ব্যাপক সন্ত্রাস, উদাহরণহীন অনিয়ম ও ভোট ডাকাতির নির্বাচন হচ্ছে। এটি দিয়ে একটি মহাকাব্য রচনা করা সম্ভব। অনাচারের ভোট নিয়ে দেশ-বিদেশে সমালোচনার ঝড় উঠলেও সেটি পাত্তাই দেয়নি নির্বাচন কমিশন। সরকার নিজস্ব অবয়বে গড়ে তুলেছে নির্বাচন কমিশন।’

তিনি বলেন, ‘বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এতোটাই আওয়ামীবান্ধব যে তিনি ঝড়-জলোচ্ছ্বাস-বন্যা-করোনা কোনো কিছুই গ্রাহ্য করেননি। করোনার সময় যশোর কেশবপুর পৌরসভার দুটি ওয়ার্ডকে ‘রেড জোন’ ঘোষণার পরেও সেখানে নির্বাচন করা হয়েছে। আওয়ামী লীগের অনুকূলে একতরফা নির্বাচন অনুষ্ঠান করতে কে এম নুরুল হুদা অস্থির হয়ে পড়েন।’

রিজভী বলেন, ‘সুতরাং গণতন্ত্র, নির্বাচন, সুষ্ঠু ভোট এসব কে এম নুরুল হুদা সাহেব থোড়াই কেয়ার করেন। একতরফা নির্বাচন করার কারণে নির্বাচনে সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। দুদিন আগেও মাদারীপুরের কালকিনিতে একজনকে পিটিয়ে হত্যা এবং চট্টগ্রামের পটিয়ায় আরেকজনকে হত্যা ও চারজনকে আহত করার ঘটনা আওয়ামী সহিংস নির্বাচনের ধারাবাহিকতার আরেকটি দৃষ্টান্ত।’

আপনার মন্তব্য

আলোচিত