সিলেটটুডে ডেস্ক

০৭ ডিসেম্বর, ২০১৫ ১৩:৪৫

মাদরাসা জঙ্গি বানায় না : ইসলামী ঐক্যজোট

রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসলামী ঐক্যজোটের নেতারা দাবি বলেছেন, মসজিদ-মাদরাসা জঙ্গির প্রজনন কেন্দ্র নয়, বরং মানুষের নৈতিক উৎকর্ষতা সৃষ্টি শিক্ষিত ও মার্জিত করে তুলে মসজিদ মাদরাসা। এর প্রধান লক্ষ্য হচ্ছে মানুষকে ইসলামের আলোকে আলোকিত করে তোলা।

সোমবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসলামী ঐক্যজোটের (আইওজে) চেয়ারম্যান মাওলানা মো. আবদুল লতিফ নেজামী এসব কথা বলেন।

এসময় ধর্মীয় প্রতিষ্ঠান ও অনুষ্ঠানে হামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘এক শ্রেণীর রঙিন স্বপ্নবিলাসীদের সন্ত্রাসী হামলা এবং বিদেশি নগরিকসহ বিভিন্ন হত্যাকাণ্ডের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে এই উদ্বেগজনক পরিস্থিতিতে দ্ব্যর্থহীনকণ্ঠে বলতে চাই যে, ইসলামে সন্ত্রাস কিংবা সহিংসতার অবকাশ নেই। আমরাও ক্ষোভের সহিংস প্রতিবাদে বিশ্বাসী নয়। আমরা সমাজে আইনের প্রক্রিয়া মেনে চলার সংগঠন। জনগণকে সাথে নিয়ে হেদায়েতের পথে চলা সংগঠন। সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্তের এই দেশে হিংসাত্মক ঘটনায় শান্তিপ্রিয় দেশবাসী দারুণভাবে উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত এবং এ ধরনের ঘটনা দেশের জন্য অশনি সংকেত।’

লিখিত বক্তব্যে পৌর নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘পৌর নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের মাধ্যমে জনমতকে বিজয়ী করার সুযোগ এসেছে। ইসলামী ঐক্যজোট আশা করে, দেশ ও মানুষের স্বার্থে নির্বাচনে জবরদস্তিমূলক কর্মকাণ্ডের আশ্রয় গ্রহণ করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যে কোনো উদ্যোগ পরিহার করা হবে। তাছাড়া পৌর নির্বাচনে সবার জন্য সমান ময়দান তৈরি করতে নির্বাচন কমিশন সচেষ্ট হবে।’

তিনি আরো বলেন, ‘হয়রানিমূলক মামলা প্রত্যাহার, রাজনৈতিক ও মানবাধিকার নিশ্চিত করা প্রয়োজন। রাজনৈতিক চর্চার সুযোগ না থাকলে স্থিতিশীলতা প্রতিষ্ঠানিক রূপ লাভ করবে না।’ এ পরিস্থিতিতে সবাইকে ধৈর্য সংযম ও সত্যানুরাগী, সদয় ও সহিষ্ণু হওয়ার আহ্বান জানান তিন।

দলের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘আগামী ৭ জানুয়ারি রাজধানী ঢাকায় ইসলামী ঐক্যজোটের ত্রি বার্ষিক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। জাতীয় সম্মেলন উপলক্ষ্যে দেশেব্যাপী জেলা সম্মেলনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে কিছু জেলায় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-দলের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ, সহ-সভাপতি মাওলানা জোবায়ের আহমেদ, সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত