সিলেটটুডে ডেস্ক

০৭ অক্টোবর, ২০১৫ ০২:৩৯

রাশিয়াকে অন্যায় আগ্রাসন বন্ধ করতে হবে : ইসলামী ঐক্যজোট

সিরিয়ার ওপর রাশিয়ার বিমান হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়ে ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেছেন, ইসলামবিরোধী রাশিয়াকে অবিলম্বে এ অন্যায় আগ্রাসন বন্ধ করতে হবে।

মঙ্গলবার রাজধানীর লালবাগে নিজ কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

রাশিয়ার হামলায় সিরিয়ার বেসামরিক সাধারণ জনগণ, নারী, শিশু নিহত হওয়ায় ক্ষোভ প্রকাশ করে মুফতি ফয়জুল্লাহ আরো বলেন, ইসলামী শক্তি সঠিক, নির্ভুল সিদ্ধান্ত নিতে ব্যর্থ হওয়ায় এবং তাদের বিভ্রান্তিকর ও বিভক্ত ভূমিকার কারণেই মুসলিম দেশগুলো আজ ইসলামবিরোধীদের হাতে নির্যাতিত হচ্ছে।

ইসলামী ঐক্যজোটের  মহাসচিব বলেন, আল্লাহর দ্বীনের প্রতি প্রতিটি মুমিনের, প্রতিটি নেতাকর্মীর অবিচল অঙ্গীকার থাকতে হবে। আল্লাহ নাযিলকৃত সর্বাধুনিক বিধানগুলো বাস্তবায়নে সুশৃঙ্খল, শান্তিপূর্ণ উপায়ে, নিপুন কৌশলে অবিরাম ময়দানে থাকতে হবে।

মুফতি ফয়জুল্লাহ আরো বলেন, নামায-রোযা, হজ ও অন্যান্য ইবাদতের পাশপাশি আমাদের ইসলামী রাজনীতিতেও নির্ভুল ঈমানের পরীক্ষা দিতে হবে।

সংগঠনের ঢাকা মহানগর সভাপতি মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, যুগ্ম মহাসচিব মুফতি তৈয়্যেব হোসাইন, মাওলানা আবদুল করীম, সহকারী মহাসচিব মাওলানা শেখ লোকমান হোসাইন, সাংগঠনিক সচিব মুফতি সাখাওয়াত হোসাইন, মুফতি জালালুদ্দীন, মাওলানা মাহমুদুর রহমান, মুফতি রেজাউল ইসলাম প্রমুখ। 

আপনার মন্তব্য

আলোচিত