
০৪ আগস্ট, ২০২৩ ১২:৩৭
অনুমতি না পেলেও সমাবেশ করার কথা জানালেও শেষ পর্যন্ত কর্মসূচি থেকে সরে আসতে হয়েছে জামায়াতে ইসলামীকে।
পুলিশের অনুমতি না পাওয়ায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ শুক্রবারের (৪ আগস্ট) সমাবেশ স্থগিত করেছে নির্বাচন কমিশনে নিবন্ধন হারানো দলটি। এর পরিবর্তে দলটি আগামী রোববার (৬ আগস্ট) সকল বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল করবে।
শুক্রবার (৪ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে সমাবেশ স্থগিতের ঘোষণা দেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আজকের সমাবেশ বাস্তবায়নে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছিলাম। আমরা বারবার বলে আসছি, শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই। জামায়াত কোনো ধরনের সংঘাত, সংঘর্ষে বিশ্বাসী নয়। প্রশাসন সহযোগিতার পরিবর্তে একটি সংঘাতমুখর পরিবেশের অবতারণা করেছে। তাই আমরা আজকে সোহরাওয়াদী উদ্যোনের সমাবেশের কর্মসূচি স্থগিত করছি। ৬ আগস্ট (রোববার) সকল বিভাগীয় শহরে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করছি।’
ঘোষিত নতুন কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনের সহযোগিতা চেয়ে তিনি বলেন, ‘জনগণের দাবি আদায়ে আমরা রাজপথে ছিলাম, আছি এবং থাকব।’
জামাতের এই নেতা আরও বলেন, ‘আমরা আবারও প্রশাসনের অগণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার বিরোধী কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানাচ্ছি। রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীকে কোনো দল বিশেষ নয়, দেশের পক্ষে, জনগণের পক্ষে এবং নিরপেক্ষভাবে তাদের প্রজাতন্ত্রের দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি।’
আপনার মন্তব্য