সিলেটটুডে ডেস্ক

০৮ আগস্ট, ২০২৩ ২৩:৪২

হঠাৎ কেন ছাত্রদলের সভাপতি পদে পরিবর্তন

কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে সরিয়ে রাশেদ ইকবাল খানকে ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে

হঠাৎ করেই জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় জ্যেষ্ঠ সহসভাপতি রাশেদ ইকবাল খানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ছাত্র্রদলের শীর্ষ পদে আচমকা এই পরিবর্তন নিয়ে দলটির ভেতরেই নানা কানাঘুষা চলছে।

মঙ্গলবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। নতুন সভাপতি রাশেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। তার গ্রামের বাড়ি নরসিংদী।  ‘অসুস্থতার’ কারণে শ্রাবণে সরিয়ে নেয়া হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে।

তবে বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, গত ২৯ জুলাই ঢাকার চার প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচিতে দায়িত্বে অবহেলার কারণে কাজী রওনকুল ইসলামের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই দিন তার ঢাকা-ময়মনসিংহ সড়কের উত্তরা এলাকায় থাকার কথা ছিল। অভিযোগ উঠেছে, তিনি সেখানে যাননি। বিকেলের দিকে তিনি খিলক্ষেত এলাকায় ঝটিকা মিছিল করেন।

ছাত্রদলের একাধিক সূত্র জানিয়েছে, কাজী রওনকুল ইসলাম সুস্থ আছেন। মঙ্গলবার সন্ধ্যার দিকেও তাকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকায় দেখা গেছে।

এ বিষয়ে কাজী রওনকুল ইসলামের বক্তব্য জানা সম্ভব হয়নি। 

প্রসঙ্গত, গত বছরের ১৭ এপ্রিল জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করে পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সভাপতি করা হয় কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাইফ মাহমুদ জুয়েল।

আপনার মন্তব্য

আলোচিত