সিলেটটুডে ডেস্ক

১৯ জানুয়ারি, ২০১৬ ২৩:৪২

ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত করবেন শেখ হাসিনা

বিগত পৌরসভা নির্বাচনের মতো আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত করবেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে নির্বাচনের প্রার্থী নির্বাচন করবে সংশ্লিষ্ট জেলা, উপজেলা এবং ইউনিয়ন পরিষদ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকালে আওয়ামী লীগের স্থানীয় সরকার/পৌর নির্বাচন মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে দলটির দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ সাংবাদিকদের ব্রিফিং করেন।

আবদুস সোবহান বলেন, আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে পৌরসভা নির্বাচনের মতো ইউনিয়ন পরিষদ নির্বাচনেও মনোনয়নের ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে থাকবে। কারণ এটা নৌকা প্রতীকের নির্বাচন।’

স্থানীয় সরকার/পৌর নির্বাচন মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজকের সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক প্রমুখ।

এদিকে এর আগে, ধাপে ধাপে সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পরিকল্পনার কথা জানিয়ে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেছেন, মার্চের শেষ দিকে ইউপি নির্বাচন করতে হবে তাদের। ওই নির্বাচনের জন্য ফেব্রুয়ারিতে তফসিল ঘোষণারও ইঙ্গিত মিলেছে তার কথায়।

৩০ ডিসেম্বরের পৌরসভা নির্বাচনের মতো আইন অনুযায়ী এই নির্বাচনেও দলীয়-নির্দলীয় দুই প্রক্রিয়াই থাকছে, অর্থাৎ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীরা লড়বেন দলের প্রতীক নিয়ে আর সদস্যপদের জন্য প্রার্থীরা লড়বেন নির্দলীয় প্রতীকে। সে মোতাবেক বিধিমালা চূড়ান্ত করা হচ্ছে বলেও জানিয়েছেন শাহ নেওয়াজ।

আপনার মন্তব্য

আলোচিত