নিউজ ডেস্ক

২৩ মার্চ, ২০১৬ ১৩:৫৩

সিলেটে ইউপি চেয়ারম্যান পদে কে কত ভোট পেলেন

ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬

প্রথম ধাপে সিলেটে ৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নির্বাচনে ২টিতে আওয়ামী লীগ ২ টিতে বিএনপি ও ৩টিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও ১টিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।
 
১নং জালালাবাদ ইউনিয়ন:
২ হাজার ৯০০ ভোট পেয়ে আনারস প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মনফর আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি সমর্থিত ইসলাম উদ্দিন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৩০০ ভোট।
 
২নং হাটখোলা ইউনিয়ন:
৪ হাজার ২৫৫ ভোট পেয়ে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি সমর্থিত আজির উদ্দিন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত খুরশিদ আলী নৌকা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৬২২ ভোট।
 
৩নং খাদিমনগর ইউনিয়ন:
বিএনপির বিদ্রোহী প্রার্থী দেলোয়ার হোসেন চশমা প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৬২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৫২০ ভোট।
 
৪নং খাদিমপাড়া ইউনিয়ন:
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আফসর আলী আনারস প্রতীকে ১৩ হাজার ২৬০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী ফারুক আহমদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৯০১ ভোট।
 
৫নং টুলটিকর ইউনিয়ন:
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এস এম আলী হোসেন আনারস প্রতীকে ৩ হাজার ১৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত আবদুল মছব্বির নৌকা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৯১৪ ভোট।
 
৬নং টুকেরবাজার ইউনিয়ন:
টানা তৃতীয়বারের মতো বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী শহীদ আহমদ। ধানের শীষ প্রতীকে ১৩ হাজার ৯৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আলতাফ হোসেন নৌকা প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৩২ ভোট।
 
৭নং মোগলগাঁও ইউনিয়ন:
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিরণ মিয়া নৌকা প্রতীকে ৫ হাজার ৯২৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শামসুল ইসলাম টুনু আনারস প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৪০২ ভোট।
 
৮নং কান্দিগাঁও ইউনিয়ন:
আওয়ামী লীগ প্রার্থী নিজাম উদ্দিন নৌকা প্রতীকে ৭ হাজার ৭৯৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবদুল মনাফ আনারস প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৫৭৫ ভোট।

আপনার মন্তব্য

আলোচিত