সিলেটটুডে ডেস্ক

২৯ মে, ২০২৪ ১২:৪১

খালেদা জিয়ার জন্য জামায়াতের ফল উপহার

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য উপহার হিসেবে মৌসুমি ফল আম ও লিচু পাঠিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

 

সোমবার (২৭ মে) রাত ৯ টার দিকে বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, রাতে চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে— জামায়াতের আমীর শফিকুর রহমানের পক্ষে ফলগুলো নিয়ে আসেন তার প্রতিনিধি গোলাম মাওলা।

তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপার্সন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে উপহারের আম ও লিচু গ্রহন করেন চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার, রিয়াজ উদ্দিন নসু ও মেহেদী।

 

আপনার মন্তব্য

আলোচিত