সিলেটটুডে ডেস্ক

০৮ আগস্ট, ২০২৪ ১০:৫৮

অন্তর্বর্তী সরকারের আলোচনায় নেই বাম দলগুলো, উদ্বেগ নেতাদের

গণঅভ্যুত্থানে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পরে যে অন্তর্বর্তী সরকার গঠিত হতে যাচ্ছে, তার রূপরেখা প্রণয়নে বঙ্গভবনে ডাক না পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বাম দলগুলোর নেতারা।

বুধবার (৭ আগস্ট) বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা ও বাংলাদেশ জাসদের নেতারা যুক্ত বিবৃতিতে বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার গঠনে বাম প্রগতিশীল গণতান্ত্রিক দলগুলো ও সব গণতান্ত্রিক ছাত্র সংগঠনের সঙ্গে আলোচনা করে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা দেওয়ার দাবি সমাজের নানা অংশের পক্ষ থেকে করা হয়েছে। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, এখন পর্যন্ত বাম গণতান্ত্রিক প্রগতিশীল দলের সঙ্গে কোনো আলোচনার উদ্যোগ নেওয়া হয়নি।’

বিবৃতিতে বাম নেতারা দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়সহ জনগণের জানমালের ওপর আঘাত আসার নিন্দা জানান। জানমাল রক্ষায় এবং সব ধরনের দখলদারিত্বের অবসানে রাষ্ট্র ও প্রশাসনকে ভূমিকা নেওয়ার আহ্বান জানান তারা।

বাম নেতারা বাম গণতান্ত্রিক শক্তিসহ স্থানীয় সচেতন জনগণকে সংগঠিত করে লুণ্ঠন, সাম্প্রদায়িক সহিংসতা, হত্যাকাণ্ড প্রতিরোধে উদ্যোগ নিতে আহ্বান জানান।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবির সভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ জাসদ সভাপতি শরীফ নূরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, ফ্যাসিবাদী বিরোধী বাম মোর্চার সমন্বয়ক ও নয়া গণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেন, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি সাধারণ সম্পাদক মোশরেফা মিশুসহ আরও অনেকে।

অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনায় বাম নেতাদের অন্তর্ভুক্ত না করায় উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

যৌথ বিবৃতিতে তারা বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার গঠনে বিলম্ব এবং অদ্যাবধি বাম প্রগতিশীলদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। অথচ দেশবাসীর সামনে বলা হয়েছে, সব রাজনৈতিক দলের সঙ্গে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলোচনা করা হয়েছে। কিন্তু বাম প্রগতিশীল দলের সঙ্গে কোনো আলোচনা না করার ফলে দেশবাসীর মধ্যে উৎকণ্ঠা ও শঙ্কা বৃদ্ধি পাচ্ছে।’

সিপিবি নেতারা জনগণকে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের জানমালের নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করার আহ্বান জানান। বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ এক বিবৃতিতে দেশের সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে দেশের সব প্রগতিশীল-গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সর্বস্তরের গণতন্ত্রমনা জনগণের সমন্বয়ে স্বেচ্ছাসেবক টিম গঠনের আহ্বান জানিয়েছেন।

‘সাম্রাজ্যবাদের সহযোগীদের অন্তবর্তীকালীন সরকারে স্থান দেওয়া যাবে না’
সাম্রাজ্যবাদের সহযোগী, সাম্প্রদায়িক মানসিকতাসম্পন্ন কাউকে যেন অন্তবর্তীকালীন সরকারে স্থান দেওয়া না হয় তার অনুরোধ জানিয়েছেন বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা মনে করি অন্তর্বর্তীকালীন এই সরকারে সাম্রাজ্যবাদের সহযোগী, শোষণ-লুণ্ঠনের সঙ্গে যুক্ত, নারী বিদ্বেষী ও সাম্প্রদায়িক মানসিকতাসম্পন্ন কাউকে স্থান দিলে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাই প্রশ্নবিদ্ধ হবে। বৈষম্যমূলক ও ফ্যাসিবাদী ব্যবস্থা আর যাতে ফিরে আসতে না পারে সেজন্য দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক মানসিকতার ব্যক্তিদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে।’

আপনার মন্তব্য

আলোচিত