সিলেটটুডে ডেস্ক

১৬ জানুয়ারি, ২০২৫ ১৯:৪৭

জুলাই-ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন বিএনপির

জুলাই গণঅভ্যুত্থানের পাঁচ মাস পরে ঘোষণাপত্র প্রণয়নের আদৌ কোনো দরকার আছে কি না সে বিষয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। তবে, ঘোষণাপত্র যদি তৈরি করতেই হয়, তাহলে জাতীয় ঐক্যে যাতে কোনো ফাটল না ধরে সে বিষয়েও সতর্ক করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র’ নিয়ে প্রধান উপদেষ্টার সর্বদলীয় বৈঠক শেষে দলের অবস্থান তুলে ধরেন তিনি।

বিকেল ৪টায় এই বৈঠক শুরু হয়ে প্রায় দুই ঘণ্টা ধরে চলে বৈঠক।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি নেতা সালাউদ্দিন বলেন, ‘আমরা বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে জানতে চেয়েছি, গণঅভ্যুত্থানের পাঁচ মাস পরে ঘোষণাপত্র প্রণয়নের আদৌ কোনো দরকার আছে কি না?’

তিনি বলেন, এটি একটি জাতীয় ঐক্যের বিষয়। সব পক্ষ এবং দলকে নিয়ে সর্বসম্মতিক্রমে এই ঘোষণাপত্র তৈরি করা যেতে পারে। কিন্তু, খেয়াল করতে হবে, এই ঘোষণাপত্র তৈরি করতে গিয়ে যাতে জাতীয় ঐক্যে কোনো ফাটল না ধরে।

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে জুলাই গণ–অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করতে চেয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এ ঘোষণার পর দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়। সে সময় অন্তর্বর্তী সরকারের প্রেস উইং জানায়, এ উদ্যোগের সঙ্গে সরকার সম্পৃক্ত নয়।

৩০ ডিসেম্বর রাতে জরুরি প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণ–অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ওই রাতেই বৈঠক করে ৩১ ডিসেম্বর শহিদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ (ঐক্যের জন্য যাত্রা) কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। ওই কর্মসূচি থেকে জুলাই ঘোষণাপত্র প্রকাশের জন্য অন্তর্বর্তী সরকারকে ১৫ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। গতকাল সেই তারিখ শেষ হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত