নিউজ ডেস্ক

১৯ মার্চ, ২০১৬ ০৯:৫০

বিএনপির কাউন্সিলের শুরুতেই বিশৃঙ্খলা, ফখরুলের দুঃখ প্রকাশ

বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলের শুরুতেই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। কাউন্সিল গেটে ঢুকতেই লাঞ্ছিত হয়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা।

শনিবার (১৯ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ মিলনায়তন চত্বর এবং সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব-উত্তর অংশে প্রবেশে দেখা দেয় বিশৃঙ্খলা। এতে আহত হয়েছেন পাঁচ থেকে ছয়জন। যার মধ্যে বাংলানিউজের সিনিয়র ফটো করেসপন্ডেন্ট ডিএইচ বাদল আহত হয়েছেন, এছাড়া লাঞ্ছিত হয়েছেন মাছরাঙ্গা টেলিভিশনের নারী সাংবাদিকসহ আরও দুইজন সাংবাদিক।

দলটির সিনিয়র নেতারা বলছেন, প্রবেশ পথে অপরিচিত যুবকদের দায়িত্ব দেওয়ায় তারা ঠিক মতো বিষয়টি দেখভাল করতে পারেনি। এতে সমস্যার সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুঃখ প্রকাশ করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত