সিলেটটুডে ডেস্ক

০৪ ফেব্রুয়ারি , ২০১৮ ২৩:৪৩

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। দলটির চেয়ারপার্সন খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষ হয় রাত সোয়া ১০টায়।

সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন চেয়ারপার্সনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

বৈঠকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, তরিকুল ইসলাম, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান ও মির্জা আব্বাস।

সর্বশেষ গত ২৭ জানুয়ারি স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। গতকাল শনিবার (৩ ফেব্রুয়ারি) দলের জাতীয় নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে কয়েকশ নেতাকর্মী অংশ নেন।

আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রায় ঘোষণা করবেন আদালত। গত ২৫ জানুয়ারি রাজধানীর বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ ড. আখতারুজ্জামান এ দিন নির্ধারণ করেন।



আপনার মন্তব্য

আলোচিত