Advertise

সিলেটটুডে ডেস্ক

২৫ অক্টোবর, ২০১৯ ১৩:১৩

স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রঞ্জন গুহ, সাচ্চুকে সদস্য সচিব

স্বেচ্ছাসেবক লীগের আসন্ন সম্মেলনের জন্য সিনিয়র সহসভাপতি নির্মল রঞ্জন গুহকে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন সাচ্চুকে সদস্য সচিব করা হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মহানগর আওয়ামী লীগ দক্ষিণের বর্ধিত সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানান।

ওবায়দুল কাদের জানান, আহ্বায়ক ও সদস্য সচিব সম্মেলন পর্যন্ত স্বেচ্ছাসেবক লীগের দায়িত্বে থাকবেন।

আগামী ১৬ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সম্মেলন হবে। এর আগে ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে সংগঠনটির গুরুত্বপূর্ণ দুই শাখা ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলন।

এদিকে ক্যাসিনোকাণ্ডে নাম জড়ানোর পর সভাপতি মোল্লা মো. আবু কাওছারকে অব্যাহতি দেয়া হয়। এর একদিন পরই বৃহস্পতিবার রাতে সম্মেলনের দায়িত্ব থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয় সাধারণ সম্পাদক পঙ্কজ নাথকে।


আপনার মন্তব্য

আলোচিত