১৪ জুন, ২০২০ ১৪:২১
সিলেটের ঐতিহ্যবাহী কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারী জমির উদ্দিনের মৃত্যুতে শোক জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
রোববার (১৪ জুন) গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে মেয়র এ শোক জানান।
মেয়র বলেন, মাওলানা ক্বারী জমির উদ্দিনের মতো একজন ইসলামী চিন্তাবিদকে হারিয়ে জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে।
বিজ্ঞাপন
শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন সিসিক মেয়র এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
১৩ জুন শনিবার রাত ১১টায় তিনি নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। বেশ কিছুদিন ধরে তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন।
গত শুক্রবারও তিনি কুদরত উল্লাহ মসজিদে জুম্মার নামাজ আদায় করেন।
মাওলানা ক্বারী জমির উদ্দিন দীর্ঘ ৪২ বছর থেকে সিলেট নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদে ইমামতির দায়িত্ব পালন করেন। তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের দক্ষিণ করিমপুর গ্রামের বাসিন্দা।
আপনার মন্তব্য