নিউজ ডেস্ক

১৭ অক্টোবর, ২০১৫ ০৯:১৮

১৬ বছরে নাট্যনিকেতন : বর্ণাঢ্য আয়োজন

‘জাগ্রত হোক নাটকের চেতন নাটক নিয়ে নাট্যনিকেতন শ্লোগান’কে সামনে নিয়ে ১৬ বছরে পা দিয়েছে সিলেটের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন নাট্যনিকেতন সিলেট।

সংগঠনের ১৫ বছর পূর্তি উপলক্ষে নাট্যনিকেতন শুক্রবার বিকেলে দক্ষিণ সুরমায় একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে। শোভাযাত্রা শেষে সিলেটের বিভিন্ন সংগঠনের নাট্য ব্যক্তিত্বদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

১৬ বর্ষে পদার্পণ অনুষ্ঠানে সংগঠনের মুখ্য নির্বাহী মহসিন খান ওলির সভাপতিত্বে ও সাবেক সভাপতি বিকাশ সরকারের পরিচালনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন নাট্য ব্যক্তিত্ব ও আবৃত্তিকার আমিনুল ইসলাম চৌধুরী লিটন, সিলেট জেলা শিল্পকলা একাডেমি কালচারাল অফিসার অসিত বরণ দাশগুপ্ত, সম্মিলিত নাট্য পরিষদের সহ-সভাপতি খোয়াজ রহিম সবুজ, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, নাট্য সংগঠন কথাকলির সভাপতি আমিরুল ইসলাম বাবু, নাট্যনিকেতন এর থিয়েটার প্রধান সম্মিলিত নাট্য পরিষদের সাবেক পরিচালক চম্পক সরকার, নাট্যলোক আম্বরখানা সভাপতি আফজাল হোসেন, দক্ষিণ সুরমা প্রেসক্লাব’র সিনিয়র সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, বন্ধন সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি আবদুল মালেক তালুকদার, নাছিমা চৌধুরী আতিয়া ও আছমা বেগম প্রমূখ।

অন্যান্যের মধ্যে রাখেন নাট্যনিকেতন সিলেটের সাবেক সাধারণ সম্পাদক এম এ মান্নান, সমন্বয়কারী সুমন রায়, সহ-মুখ্য নির্বাহী রফিক মিয়া ও কামাল আহমদ, সাবেক সহ-সভাপতি সুধাংশু রঞ্জন চন্দ, সহ-সমন্বয়কারী আমান উল্লাহ আমান, সাবেক কোষাধ্যক্ষ তানভীর আহমদ, নাট্যকর্মী চন্দনা চিশতি, সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, সমাজকর্মী হোছনা চিশতি, সুমন আহমদ, ফজলু মিয়া, আলামিন আহমদ, জয়নাল আবেদীন পলাশ, সোহেল আহমদ, হাজী শাহ আলম, তারানা রিয়া, শাহেদ মোশাররফ, সানজিদা আক্তার জয়া, সানজিদা আক্তার সানু, নাট্যায়ন সিলেট-এর অন্যতম সদস্য নাট্যকর্মী নুরুল হক শিপু, কামরুল চৌধুরী, তুহিন খান, জাহানারা জানু, ডলি আক্তার প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত