সিলেটটুডে ডেস্ক

২২ অক্টোবর, ২০১৫ ২১:৪০

খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠায় শপথ নেওয়ার আহ্বান প্রিন্সিপাল হাবিবের

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান বলেছেন, এদেশে খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য খেলাফত মজলিসের কর্মীদেরকে প্রশিক্ষণের মাধ্যমে শপথ নিতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে একজন কর্মীকে আদর্শ ও যোগ্য করে তুলতে হবে।

মাওলানা হাবীব আরো বলেন, এদেশের ইসলাম বিরোধী কর্মকান্ড বন্ধ করতে হলে খেলাফত মজলিসের কার্যক্রমকে প্রশিক্ষণের মাধ্যমে তৃণমূল পর্যায় পৌছাতেই হবে।

বৃহস্পতিবার সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে বাংলাদেশ খেলাফত মজলিস এর সিলেট বিভাগীয় দায়িত্বশীল প্রশিক্ষণ মজলিসে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা বদিউজ্জামান এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ড. জি.এম মেহেরুল্লা’র পরিচালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ মজলিসে বিষয়ভিত্তিক আলোচনা করেন সংগঠনের নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালি, সংগঠনের সংবিধান বিষয়ে আলোচনা পেশ করেন মহাসচিব মুফতি মাওলানা মাহফুজুল হক, শাখা পরিচালনা বিষয়ে আলোচনা পেশ করেন যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ, ইসলামী আন্দোলন এবং আকাবিরে দেওবন্দ বিষয়ে আলোচনা পেশ করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল আজিজ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত