সিলেটটুডে ডেস্ক

২৫ অক্টোবর, ২০১৫ ২৩:১০

গোয়াইনঘাট উপজেলা জাতীয় পার্টির কমিটি বিলুপ্ত

জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলার আহবায়ক আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন, দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। মানুষ ভালো নেই, তবে মানুষের বুঝতে বাকি নেই পল্লীবন্ধু এরশাদের জাতীয় পার্টিই জনগণের দল। সাবেক রাষ্ট্রনায়ক হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতায় থাকতে দেশের যে উন্নয়ন হয়েছে, বর্তমানে দেশে সেরকম কোন উন্নয়ন হচ্ছে না। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের জন্য ও জাতীয় পার্টির জন্য কাজ করতে হবে।

তিনি আরো বলেন, সাবেক সফল রাষ্ট্রনায়ক পল্লীবন্ধু এরশাদের বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র হয়েছে, ষড়যন্ত্র করেই তাকে ক্ষমতা থেকে সরানো হয়েছে। এবার দেশের জনগণ, এরশাদের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ হয়েছেন। তাই সকল ষড়যন্ত্র রুখে এরশাদের নেতৃত্বে জনগনকে সাথে নিয়ে হবে আগামীর সরকার।

রবিবার বিকাল ৪টায় গোয়াইনঘাট উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে পার্টির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা জাপার ভারপ্রাপ্ত সভাপতি সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সাব্বির আহমদ, সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব উছমান আলী চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক আব্দুল মালেক খান, আহসান হাবীব মঈন, অ্যাডভোকেট আব্দুর রহমান চৌধুরী, আব্দুল মজিদ সরকার।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির নেতা বাশির আহমদ, নাজমুল ইসলাম, মো. দৌলা মিয়া, ফখরুল হোসেন সোহেল, উপজেলা জাপা নেতা ডা. হাফিজ আহমদ, মঈন উদ্দিন, মো. বাবুল আহমদ, আব্দুর রাজ্জাক, আব্দুল লতিফ, ওলি আহসান, ইসলাম আলী, কবির উদ্দিন, আলা উদ্দিন, মাহবুবুর রহমান, আফতাব আলী, আলিম উদ্দিন, নাসির উদ্দিন, লিটন আহমদ, জালাল উদ্দিন, সোলেমান আহমদ, নাসির উদ্দিন (২), তোফাজ্জল হোসেন, সিরাজ উদ্দিন, আরজু মিয়া, জায়ফর আলী জাফর, তৈয়ব আলী, মঈন উদ্দিন মেম্বার, সোহেল আহমদ প্রমূখ।

সভায় সর্বসম্মতিক্রমে গোয়াইনঘাট উপজেলা জাতীয় পার্টির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সাথে আগামী ১৫ নভেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত