ডেস্ক রিপোর্ট

০৩ জানুয়ারি, ২০১৬ ১৬:৪২

গোয়াইনঘাটে বই বিতরণ

গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালাহউদ্দিন বলেছেন, 'যে জাতি যত বেশী শিক্ষিত সে জাতি তত বেশী উন্নত। এই ব্রতকে সামনে রেখে বর্তমান সরকার নিরক্ষর মুক্ত বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সেই সাথে বছরের শুরুতেই প্রতিটি শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরন করছে সরকার। পাশাপাশি বিদ্যালয়বিহীন গ্রামে বিদ্যালয় স্থাপন করায় যুব সমাজের ভুয়সী প্রসংসা করেন।'

তিনি আজ রবিবার উপজেলার গুচ্ছগ্রামে যুব সমাজের উদ্যোগে প্রতিষ্ঠিত গুচ্ছগ্রাম বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের (২০১৬) শিক্ষার্থীদের মাঝে বই বিতরন উৎসব ও মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

বিদ্যালয় বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও গোয়াইনঘাট প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন’র সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুহেল আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও যুবলীগ নেতা শুভাস চন্দ্র পাল, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম, অব্দুল মান্নান, বৃহত্তর জৈন্তা ইলেক্ট্রনিক সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি হুমায়ুন আহমেদ, প্রজন্ম জাফলং এর সভাপতি রিপন আহমেদ, মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘের সভাপতি হোসাইন ইসহাক, যুগভেরীর গোয়াইনঘাট প্রতিনিধি মনসুর আলম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সেলিম আহমদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হেলাল আহমেদ, আব্দুল মান্নান, শাহ আলম, সহকারী শিক্ষক রিপন আহমেদ, শিক্ষিকা নুরজাহান আক্তার, আনোয়ারা আক্তার আনু, বিলকিছ আক্তার, রুজিনা আক্তার, জেসমিন আক্তার, রাবিয়া আক্তার, সুমাইয়া সুমি প্রমূখ।

আপনার মন্তব্য

আলোচিত