সিলেটটুডে ডেস্ক

২৬ মে, ২০২৩ ১৫:৩৯

আদিবাসী পরিষদ বৃহত্তর ঢাকার সভাপতি হরেন্দ্রনাথ সিং, সম্পাদক বিভূতী

আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠনের আন্দোলন জোরদারের লক্ষ্যে জাতীয় আদিবাসী পরিষদ বৃহত্তর ঢাকা কমিটির ১ম সম্মেলন শুক্রবার (২৬ মে) বেলা ১২টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ হলরুমে অনুষ্ঠিত হয়।

বৃহত্তর ঢাকা কমিটির আহ্বায়ক হরেন্দ্রনাথ সিং-এর সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্য দেন আদিবাসীদের বন্ধু লেখক ও গবেষক পাভেল পার্থ।

এছাড়াও বক্তব্য দেন আইইডি’র সমন্বয়কারী জ্যাতি চট্টোপাধ্যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ইসতিয়াক রায়হান, বৃহত্তর ঢাকা কমিটির সদস্য সচিব বিভূতী ভূষন মাহাতো, সদস্য রত্নেশ্বর এক্কা, নিরলা মার্ডী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লাপোল কড়া প্রমুখ।

সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশের আদিবাসীরা দীর্ঘ দিন থেকে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির সংগ্রাম চালিয়ে আসলেও এখনও পর্যন্ত আদিবাসী হিসেবে স্বীকৃতি পায়নি। সমতলের আদিবাসীরা ভূমি হারাতে হারাতে ভূমিহীনে পরিণত হয়েছে। কিন্তু আদিবাসীদের ভূমি রক্ষায় পৃথক ভূমি কমিশন গঠন করা জরুরি।

আদিবাসীদের উন্নয়নে বাজেট বরাদ্দের ক্ষেত্রেও পৃথক মন্ত্রণালয় গঠন করতে হবে। আদিবাসীদের উপর সংঘটিত অন্যায়-অত্যাচার, নির্যাতনের সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবি জানান বক্তারা। বাজেটে বরাদ্দ বৃদ্ধি, সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের দাবি জানানো হয়।

সম্মেলনে সর্বসম্মতিক্রমে হরেন্দ্রনাথ সিং সভাপতি, বিভূতী ভূষন মাহাতো সাধারণ সম্পাদক এবং রিপন তির্কীকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২৫ সদস্য বিশিষ্ট জাতীয় আদিবাসী পরিষদ বৃহত্তর ঢাকা কমিটি ঘোষণা করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত