সিলেটটুডে ডেস্ক

১৭ জুলাই, ২০২৩ ২১:০৩

আল-আমিন ছাত্রলীগের সহসভাপতি হওয়ায় ছাতকে আনন্দ মিছিল

সুনামগঞ্জের ছাতকের কৃতীসন্তান আল-আমিন রহমান বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি মনোনীত হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগের সুনামগঞ্জ জেলা ও ছাতক উপজেলা শাখার উদ্যোগে এক আনন্দ মিছিল ছাতক পৌর শহরে অনুষ্ঠিত হয়েছে।

ছাতক সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে সিলেট-সুনামগঞ্জ সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্ট হয়ে কাস্টমস সড়কে গিয়ে শেষ হয়।

মিছিল পরবর্তী সমাবেশে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তানভীর চৌধুরী সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে মিছিলের সমাপ্তি টানেন।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রলীগ নেতা সালাউদ্দিন কিবরিয়া, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু তাহের নিরব, সহ-সভাপতি গৌরিকা পুরকায়স্থ বপন, সহ-সভাপতি সাইফুর রহমান সিজান, যুগ্ম-সাধারণ সম্পাদক মুস্তাকিম রায়হান, অর্থ সম্পাদক আবু সুফিয়ান সুফি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক জুবায়ের আহমেদ, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের উপ-অর্থ সম্পাদক হাফিজুর রহমান সুমন, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক বদরুল আমিন, উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান আলামিন, উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক আলামিন তালুকদার রাব্বী, সহ-সম্পাদক আব্দুল কাইয়ুম, সহ-সম্পাদক খাইরুল ইসলাম দুলাল, নির্বাহী সদস্য জামিল আহমেদ।

এছাড়া ছাতক উপজেলা ছাত্রলীগ নেতা মহিবুল ইসলাম রেজা, শিমুল আহমেদ, হাবিবুর রহমান সাজু, মো. হবিব আহমদ, কাওসার আহমেদ মামুন, আরিয়ান আহমেদ মিজান, মাহবুব রহমান, আলমগীর হোসেন, রায়হান আহমেদ লিটন, হোসাইন আল ফারাবি।

গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রলীগ নেতা জাকির হোসেন, রাসেল আহমদ, আব্দুর রহমান, সুয়েব আহমদ, নাঈম আহমদ, জাকারিয়া ইসলাম, কামরুজ্জামান তারেক, ইমন মিয়া, মেহেদী হাসান, লিমন আহমদ, জামাল আহমদ, ইয়াকুব আলী, সাদিক মিয়া, মারুফ আহমদ, তারেক আহমদ, সৌরভ আহমদ, রনি

জাউয়াবাজার ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা নোমান আহমেদ রাসেল, জুনেদ আহমেদ, এমদাদ আহমেদ, নাজিম আহমেদ, মাসুম আহমদ, রাসেল আহমেদ। জনতা ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা নাজিম উদ্দিন, মারুফ আহমদ, রুমেল মিয়া,আব্দুল বাসিদ তালুকদার, সজিব আহমদ, ছামির উদ্দিন, মামুন আহমদ, সালমান সিদ্দিক,আলী আহমদ আলী, ছাতক সরকারি কলেজ ছাত্রলীগ নেতা ইমন দেবনাথ, মুরাদ আহমেদ, সৌরভ আহমেদ, এবাদুর রহমান, নাহিদুল ইসলাম, মিসবাহ উদ্দিন মিলাদ, মিনহাজুল ইসলাম।

মিছিলে সংহতি জানাতে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রলীগ নেতা হায়াতুল ইসলাম সোহাগ, আলীনুর আলম, আবু তাহের, হোসাইন আহমেদসহ শত শত নেতা-কর্মী।

উল্লেখ্য, গত ১৩ জুলাই বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের ৩০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। আল-আমিন পূর্বে লেখক-জয়ের নেতৃত্বে কেন্দ্রীয় কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন।

সিলেট সরকারি কলেজ থেকে ছাত্র রাজনীতির হাতেখড়ি হওয়া আল-আমিন রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নম্বর ইউনিটখ্যাত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করেন।

প্রথমবারের মতো সুনামগঞ্জ জেলায় কেন্দ্রীয় নেতৃত্বে শীর্ষে একটি পদে মনোনীত হওয়ায় নিজ এলাকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আনন্দের বন্যা বইছে। এই তরুণ নেতৃত্ব নিয়ে এলাকার মানুষ উচ্ছ্বাস ও আশাবাদ ব্যক্ত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত