ডেস্ক রিপোর্ট

১০ জানুয়ারি, ২০১৬ ১৮:৫৮

কানাইঘাটে ভূমি দখলের প্রতিবাদে সিলেটে মানববন্ধন

জাল দলিলের মাধ্যমে সংখ্যালঘু রবীন্দ্র কুমার দাসের ভুমি দখলের প্রতিবাদে গতকাল রোববার সকাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মাইনোরিটি ওয়াচ ও জাতীয় হিন্দু মহাজোট সিলেট জেলা শাখা।

আজ রবিবার (১০ জানুয়ারি) সকাল ১১ টায় সিলেট কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা আগামী এক সপ্তাহের মধ্যে ভুমি উদ্ধার না হলে প্রধানমন্ত্রীর সিলেট সফরের সময় মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালনের আল্টিমেটাম দেন।

মানববন্ধনে বক্তারা সংখ্যালঘু রবীন্দ্র কুমার দাসের ভুমি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে জামায়াত নেতা ভুমিদস্যু মুহিবুরকে গ্রেফতারের দাবি জানান।

মানববন্ধনে বলা হয়, ভুমি দখলে নিতে মুহিবুর দফায় দফায় সংখ্যালঘু রবীন্দ্র কুমার দাসের পরিবারের উপর হামলা ভাংচুর ও নির্যাতন করেছে। থানায় অভিযোগ করা হলেও মামলা নেয়নি পুলিশ।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন সিলেটের অধ্যক্ষ নবদ্বীপদ্বিজ গৌরাঙ্গ দাস ব্রক্ষ্মচারী, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাকেশ রায়, নামহট্ট সিলেটের সাবেক সভাপতি বুদ্ধিগৌর দাস, ন্যাপ ঐক্যের সাংগঠনিক সম্পাদক দিপক রায়, হিন্দু মহাজোট জেলা শাখার সহ সভাপতি অজিত রায়, শারদাঞ্জলি ফোরামের আহবায়ক পিকলু সরকার, সদস্য প্রদীপ বৈদ্য, জাতীয় হিন্দু যুব মহাজোটের কেন্দ্রিয় সহ সভাপতি, জেলার সহ সভাপতি সুমন রঞ্জন দাস, মাইনোরিটি ওয়াচের প্রতিনিধি বিপ্রদাস বিশু বিক্রম, সাংবাদিক সুনির্মল সেন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত