সিলেটটুডে ডেস্ক

১১ জানুয়ারি, ২০১৬ ০০:২৪

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শ্রমিক লীগের আলোচনা সভা

বাংলাদেশ আওয়ামী শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, সিলেট জেলার সভাপতি ও মহানগর শ্রমিক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক প্রকৌশলী এজাজুল হক এজাজ বলেছেন, জাতির জনক একটি স্বপ্নময় বাংলাদেশের স্বপ্ন দেখে ছিলেন। তিনি বাঙালি জাতিকে মাতা উঁচু করে বীরের বেশে বেঁচে থাকার জন্য শিক্ষা দিয়ে গেছেন। আমাদেরকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপ্রেরণাকে কাজে লাগিয়ে অর্থনৈতিক মুক্তি লক্ষ্যে স্বপ্নময় বাংলাদেশ রূপান্তরিত করতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যেতে হবে।

তিনি রবিবার (১০ জানুয়ারি) সিলেট নগরীর সুরমা পয়েন্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মহানগর শ্রমিক লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট মহানগর শ্রমিক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব জাকারিয়া আহমদ টিপুর পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, নাজমুল আলম রুমেন, শেখ তোফায়েল আহমদ সেফুল, জালালাবাদ সিবিএ’র সাধারণ সম্পাদক শাহ আলম, সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মকবুল হোসেন খান, এজাজ আহমদ ভুঁইয়া, শাহ আলম ভুঁইয়া, ধ্রুব জ্যোতি দেব, আউয়াল হোসেন, মাসুক মিয়া, মতিউর রহমান রফিক, শফিক আহমদ, আব্দুর রকিব, আজাদুল ইসলাম, আব্দুল জলিল, আব্দুল মালেক, ইরাজ মিয়া, মুন্না আহমদ, শাকিল তালুকদার, ফারুক মিয়া, এরশাদ মিয়া, খলিল মিয়া, মাহবুবুর রহমান রাঙ্গা, তাহের মিয়া, মুজিবুর রহমান, হরি লাল দাস, সুমন মিয়া, আবু নাসের বেপারী, আছমা বেগম, আছিয়া আক্তার তামান্না, জিয়াউদ্দিন মনি, শাহদাত হোসেন, শামীম আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত