তাহিরপুর প্রতিনিধি

০৪ ডিসেম্বর, ২০২৩ ১৬:৩৯

তাহিরপুরে হানাদার মুক্ত দিবসে রাজাকারদের প্রতীকী ফাঁসি

১৯৭১ সালের ৪ ডিসেম্বর সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলা হানাদার মুক্ত দিবস উপলক্ষে রাজাকারদের প্রতীকী ফাঁসির বর্ণাঢ্য র‍্যাlলি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তাহিরপুর পূর্ব বাজারে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল।

বীর মুক্তিযোদ্ধা আব্দুস শাহিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নুরুল মোমেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খাঁ, বীর মুক্তিযোদ্ধা রৌজ আলী, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাঘা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার সভাপতি হাবিবুর রহমান খেলু, মুক্তিযোদ্ধা সন্তান এমকে ওয়াহিদ খসরু, বিল্লাল হোসাইন, এমদাদ নুর প্রমুখ।

তাহিরপুর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার  সার্বিক সহযোগিতা র‍্যালি ও আলোচনা সভায় উপজেলার মুক্তিযোদ্ধাগন, মুক্তিযোদ্ধা সন্তান, সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

এ সময় বক্তাগন বলেন, ১৯৭১সালে বাংলাদেশকে স্বাধীন করার জন্য যে ভাবে ঐক্য বদ্ধ ভাবে সকল স্তরের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, ঠিক সেভাবেই দেশের স্বার্থে রাজাকার পাকিস্তানীদের দোষর দের প্রতিহত করতে ঐক্য বদ্ধ ভাবে কাজ করতে হবে। তাহলেই আমরা ভাল আর শান্তিতে থাকতে পারব।

আপনার মন্তব্য

আলোচিত