
১১ ফেব্রুয়ারি , ২০২৪ ১২:৩০
৪৩তম বিসিএসে সুপারিশকৃত ক্যাডার কর্মকর্তাদের সংবর্ধনা দিয়েছে ওরাকল বিসিএস।
প্রশাসন, পুলিশ এবং শিক্ষাসহ বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ৩৬১ জনকে সংবর্ধনা দেয় ওরাকল বিসিএস।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে তিনটায় ঢাকার শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মিলনায়তনে ওরাকল বিসিএসের প্রধান ব্যবস্থাপক হাসান কবীর খান (রনি)-এর পরিচালনায় এবং ওরাকল বিসিএসের ব্যবস্থাপনা পরিচালক মো. মহিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক সদস্য প্রফেসর ড. এস এম আনোয়ারা বেগম।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব মো. সানিউল ফেরদৌস, জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব মো. গোলাম কিবরিয়া, অগ্রণী ব্যাংক পিএলসির সিনিয়র প্রিন্সিপাল অফিসার মেহেদী হাসান প্রমুখ।
আপনার মন্তব্য