
১৭ মার্চ, ২০২৪ ২৩:৫৮
জাতীয় মহিলা সংস্থা সিলেটের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ মার্চ) দুপুরে নগরীর শাহজালাল উপশহরস্থ সংস্থার কার্যালয়ে খতমে কোরআন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত ও পরিবারের মঙ্গল কামনা করেন বিশেষ মোনাজাত করেন ইমাম ও খতিব মাওলানা রায়হান উদ্দীন।
জাতীয় মহিলা সংস্থা সিলেটের চেয়ারম্যান হেলেন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জাতীয় মহিলা সংস্থা সিলেটের সদস্য মাধুরী গুন, কামরুন্নাহার, রুকিয়া চৌধুরী, রুনা বেগম, জেলা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, ট্রেড প্রশিক্ষক সুফিয়া বেগম প্রমুখ।
আপনার মন্তব্য