সিলেটটুডে ডেস্ক

১৮ সেপ্টেম্বর, ২০২৪ ১২:১৩

সাংবাদিক দেবাশীষ দেবুর পিতৃবিয়োগে ইমজার শোক

ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজার) সাবেক সাধারণ সম্পাদক দেবাশীষ দেবুর বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইমজা নেতৃবৃন্দ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) ইমজার সভাপতি সজল ছত্রী ও সাধারণ সম্পাদক শ্যামানন্দ দাশ এক শোক বার্তায় বিদেহী আত্মার শান্তি কামনা করেন পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, দেবাশীষ দেবুর বাবা দীপকজ্যোতি পাল শিবু দীর্ঘদিন ধরে কিডনিসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। কিছু দিন আগে তিনি দেশের বাইরে থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে আসেন, এবং বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি মৃত্যুকালে দুই ছেলে, দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

আপনার মন্তব্য

আলোচিত