ডেস্ক রিপোর্ট

২৯ জানুয়ারি, ২০১৬ ১৯:৫৩

মেধাবী যুব সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: সাঈদ আহমদ

সিলেট জেলা ছাত্রদল সভাপতি সাঈদ আহমদ বলেছেন, "আজকের খেলোয়াড়রাই আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যত। মেধাবী যুব সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। একমাত্র যুব সমাজই পারে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে। তারা জাতিকে সঠিক পথে পরিচালনা করার মূল চালিকাশক্তি। তাদের দায়িত্বশীল ও সময়োপযোগী সিদ্ধান্ত সমাজের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে। সুতরাং যুব সমাজের উচিত ছোটবেলা থেকেই নৈতিকতা ও সুন্দর আদর্শের চরিত্র গঠন করা।

শুক্রবার দক্ষিণ সুরমার কুচাইয়ে ১ম সেভেন ষ্টার কর্তৃক আয়োজিত মিডবার ফুটবল টুর্নামেন্ট'১৬ -এর শুভ উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এর আগে তিনি ফিতা কেঁটে টূর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় মুরুব্বিয়ানা,  বিশিষ্ট রাজনীতিবিদ ও ক্রীড়া সংগঠক আবুল কাশেম মন্টু।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও যুক্তরাজ্য বিএনপি নেতা নিজাম উদ্দিন আহমদ, জনতা ক্লাব সভাপতি সাহিল আহমদ,সাধারন সম্পাদক এহতেশামুল হাসান লায়েছ,সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম,জাতীয়দলের ফুটবলার ওয়াহিদ আহমদ।

এছাড়া উপস্থিত ছিলেন সিলেট জেলা দলের ফুটবলার সোহেল আহমদ, মুরশেদ আহমদ, মুন্না আহমদ আজিজ রহমান,মনছুর আহমদ, টুটুল আহমদ।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সিলেট জেলা ছাত্রদল নেতা মিজান আহমদ,এমরান হোসেন, তালহা, ইবরাহিম, আহাদ, ইমরান, সামাদ, সাব্বির, বুলবুল,জাবেদ, শাকিল প্রমুখ।

টুর্নামেন্টটিত সার্বিক সহযোগিতা করছে স্থানীয় ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল একাডেমী।

আপনার মন্তব্য

আলোচিত