সিলেটটুডে ডেস্ক

০৫ অক্টোবর, ২০২৪ ২০:৪১

আসাম বিশ্ববিদ্যালয়ে জলবায়ুবিষয়ক সম্মেলনে মিহিরকান্তি চৌধুরীর যোগদান

ভারতের শিলচরস্থ আসাম বিশ্ববিদ্যালয় আয়োজিত পর্বত ও পাহাড়ি পরিবেশে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত স্থায়িত্ব সম্পর্কিত “Climate Change and Environmental Sustainability in Mountainous and Hilly Landscapes” শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে লিড প্রেজেন্টার হিসেবে যোগদান করেছেন লেখক, অনুবাদক ও টেগোর সেন্টার

 সিলেটের নির্বাহী প্রধান এবং মেট্রোপলিটন ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার মিহিরকান্তি চৌধুরী। গত ৩০ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ভারত বিকাশ পরিষদ (BVP) নর্থ ইস্ট এবং G. B. Pant National Institute of Himalayan Environment (NIHE) এর সহযোগিতায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

এই আন্তর্জাতিক সম্মেলনে দেশ-বিদেশের অনেক বিশেষজ্ঞ যোগদান করেন।

জলবায়ুবিষয়ক কনফারেন্সের মধ্যে জেন্ডার সমতা, জলবায়ু অর্থায়ন এবং একটি টেকসই ভবিষ্যতের জন্য আঞ্চলিক সহযোগিতার অগ্রগতি বিষয়ে "Advancing Gender Equality, Climate Finance, and Regional Cooperation for a Sustainable Future," শিরোনামে যে সেশন ছিল, সেখানে তিনি "Breaking Barriers: Assessing the Socio-economic, Cultural, and Environmental Impacts of Gender Equality Initiatives in Bangladesh" শীর্ষক প্রেজেন্টেশান উপস্থাপন করেন।

উল্লেখ্য, মিহিরকান্তি চৌধুরী বিগত বছরে জলবায়ু পরিবর্তন, মানবাধিকার, মাইগ্রেশন থিওরি, শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে নয়টি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত