সংবাদ বিজ্ঞপ্তি

২৭ অক্টোবর, ২০২৪ ২০:২১

দরপত্র আহবান

কুমার পাড়া মেইন রোড সংগ্লগ্ন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর মালিকানাধীন নিম্নে তফসিল বর্ণিত ১০ ডিসিমেল ভুমিতে চেম্বার নির্ধারিত নকশা অনুযায়ী ০৯ তলা ভবন নির্মানের জন্য ডেভোলাপার/ বিল্ডিং নির্মানকারী প্রতিষ্টান হইতে দরপত্র বা কোটেশন আহবান করা হচ্ছে। আগ্রহী প্রতিষ্টান সমুহকে আগামী ৩০ অক্টোবর,২০২৪ইং তারিখের মধ্যে আনন্দ টাওয়ার,১০তলা,জেল রোডস্থ এসএমসিসিআই এর অফিসে অফিস চলাকালীন সময়ে দরপত্র বা কোটেশন আহবান করা যাইতেছে।

তফশিল: (ক) জেলা-সিলেট,থানা-কতোয়ালী, মৌজা-সিলেট মিউনিসিপ্যালিটি, জে,এল, নং-এস,এ- ৯১, বিএস-৭৬ স্থিত, এস.এ খতিয়ান নং-৩৪২, বি.এস বুজারত খতিয়ান নং-১৩৪৪৩, বি. এস ডিপি খতিয়ান নং- ১২৯৩৯, নামজারী খতিয়ান নং-১০১৫২, এস.এ দাগ নং-৯৩০৫, বি.এস দাগ নং-১৩৪৪৬ পরিমান-০.০০০৩ একর । বি. এস ডিপি খতিয়ান নং- ১২৯৩৮, নামজারী খতিয়ান নং-১৩৬৯৬ পরিমান -০.০৬ একর । বি. এস ডিপি খতিয়ান নং- ১২৯৩৮, নামজারী খতিয়ান নং-১৭৬২৯, পরিমান-০.০৩ একর। এস. এ খতিয়ান নং-১১৪১ ও ১১৮৯, বি.এস বুজারত খতিয়ান নং-১৩৪৪৩, বি. এস ডিপি খতিয়ান নং- ১২৯৩৮, নামজারী খতিয়ান নং- ২০০৫২, এস.এ দাগ নং-৯২৯৯, বি.এস দাগ নং- ১৩৪৪৬. পরিমান-০.০০৯৭ একর ।

সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর মালিকানাধীন মোট মোয়াজি ০.১০ একর।

আপনার মন্তব্য

আলোচিত