সিলেটটুডে ডেস্ক

২২ জানুয়ারি, ২০২৫ ০২:০৭

মৌলভীবাজারে গণঅধিকারের কেন্দ্রীয় ২ নেতাসহ ৩ জনকে সংবর্ধনা

মৌলভীবাজারে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় দুই নেতাসহ ৩ জনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

গত শনিবার (১৮ জানুয়ারি) বিকেল ২টায় সংগঠনের জেলা কার্যালয়ে এ সংবর্ধনা এবং সংগঠনে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। গণঅধিকার পরিষদের মৌলভীবাজার জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

সংবর্ধিতরা হলেন- গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন, কর্মসূচি ও নিরাপত্তা বিষয়ক সহ সম্পাদক আব্দুন নুর তালুকদার এবং যুব অধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাহিদা খানম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের মৌলভীবাজার জেলা সভাপতি অপু রায়হান।

সংগঠনের জেলা শাখার জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মৌলভীবাজার সদর উপজেলার সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক মখলিছুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা সভাপতি হারুনুর রশীদ, ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার সাবেক সভাপতি নুর হোসেন এবং গণঅধিকার পরিষদের একাটুনা ইউনিয়নের সদস্য আব্দুস সামাদ প্রমুখ।

আলোচনা অনুষ্ঠান শেষে সংগঠনে যুক্ত হওয়া নতুন সদস্যদের ফুলেল সংবর্ধনা জানানো হয়।

আপনার মন্তব্য

আলোচিত