সিলেটটুডে ডেস্ক

০৬ ফেব্রুয়ারি , ২০১৬ ২২:০২

পশ্চিম কাজলশাহে সোনার বাংলা মিনি ফুটবল টুনামেন্টের ফাইনাল সম্পন্ন

সিলেট নগরীর বাগবাড়ীতে ১ম সোনার বাংলা নাইট মিনি ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে নগরীর পশ্চিম কাজলশাহ এলাকার মাঠে ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, ডিএফএ সিলেটের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম।

সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিকের সভাপত্বিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক দেওয়ান তৌফিক মজিদ লায়েক, মহানগর আওয়ামীলীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য ও ক্রীড়া অনুরাগী সালাউদ্দিন বক্স সালাই, সিলেট মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, নিউ নেশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গুলজার আহমদ, সমাজসেবক আবদুল আলীম চৌধুরী শামীম, ডা. ছালিকুর রহমান বাবলু ও গৌউছ উদ্দিন আহমদ। কাজলশাহ যুব সংঘের সভাপতি মুরাদ আহমদ মুরনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন ইমু, টুর্নামেন্ট কমিটির সাধারণ সম্পাদক হারিছ আলী, গৌছ আহমদ, ফারহান চৌধুরী, যুবলীগ নেতা রোমান আহমদ মনা, আবির আহমদ, মাছুম, আলী, রোপক রায়, রিমু খান, বাপ্পি, ফরহাদ খান সামি, লিয়ন আহমদ, ফরিদ আহমদ, হাসান আহমদ, মুর্শেদ, গেদন, সাজু প্রমুখ। ফাইনাল খেলায় আরকে বাগবাড়ী দল ট্রাইবেকারে ৪-৩ গোলে জিসান একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালনা করেন হাসান আলী বাদল।

আপনার মন্তব্য

আলোচিত