সিলেটটুডে ডেস্ক

২৯ নভেম্বর, ২০২৫ ০০:১৭

ডিএম হাইস্কুল এসএসসি-৯৫ ব্যাচের দুই প্রবাসী সংবর্ধনা

সিলেটের বিয়ানীবাজারের ঢাকাউত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের (ডিএম হাই স্কুল) এসএসসি-৯৫ ব্যাচের দুই প্রবাসীর সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় গোলাপগঞ্জের এক অভিজাত রেস্টুরেন্টে এই প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন আয়ারল্যান্ডপ্রবাসী মছরুজ্জামান মছরু ও যুক্তরাষ্ট্রপ্রবাসী আলমগীর নেওয়াজ আলম।

প্রকৌশলী মোহাম্মদ নিজাম উদ্দিন খাঁর সভাপতিত্বে এবং সাফিয়াতুর রহমান চৌধুরী রেকন ও রোমান আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন অ্যাডভোকেট সাহানুল আম্বিয়া চৌধুরী, জয়নাল আহমদ, এমএ কুদ্দুস চৌধুরী, জাকির হোসেন, মাহতাব আহমদ, শেখ এমরান আহমদ, এমএ রহিম, ফখরুল ইসলাম, আলমগীর চৌধুরী, আবুল মনসুর চৌধুরী সুমন, সানিয়াতুর রহমান পাপলু, সুহেল আহমদ ও কবির আহমদ চৌধুরী।

অনুষ্ঠানে ডিএম হাই স্কুল এসএসসি-৯৫ ব্যাচের প্রবাসী বন্ধুদের কয়েকজন ভার্চুয়ালি যুক্ত হন।

আপনার মন্তব্য

আলোচিত