ডেস্ক রিপোর্ট

২৯ ফেব্রুয়ারি , ২০১৬ ২০:০১

অবিলম্বে তামাক নিয়ন্ত্রণ আইন সর্বত্র প্রয়োগ করুন: ডা. হাবিবুর রহমান

বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. হাবিবুর রহমান বলেন, সারাদেশে আজ তামাকপণ্যে সয়লাব হয়ে পড়েছে। তামাক বিরোধী আইন থাকলেও রহস্যজনক কারণে এর সঠিক প্রয়োগ হচ্ছেনা।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তামাক পণ্যের ক্ষতিকর অবস্থা থেকে জনগণকে বাঁচাতে অবিলম্বে তামাক নিয়ন্ত্রণ আইন সর্বত্র প্রয়োগ করুন। তামাক নিয়ন্ত্রণ আইন ও বিধিমালা অনুসারে আগামী ১৯ মার্চের মধ্যে বিড়ি, সিগারেট জর্দাসহ তামাকজাত দ্রব্যের প্যাকেটে ৫০ শতাংশ স্থান জুড়ে ছবি সহ সতর্কবাণী প্রদান না করলে দেশ ব্যাপী তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

তিনি সোমবার আরজদ আলী স্মৃতি পাঠাগারের উদ্যোগে ও ডাব্লিউ বিবি ট্রাস্ট্রের সহযোগিতায় সিলেট রেলওয়ে ষ্টেশনে তামাক বিরোধী এক অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।

আরজদ আলী স্মৃতি পাঠাগারের সভাপতি আসযাদুর রহমান রুম্মান এর সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক মুহাম্মদ ছাদিকুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত অবস্থান কর্মসূচীতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাপ্তাহিক নকশী বাংলার সম্পাদক সালেহ আহমদ হোসাইন, বিশিষ্ট সমাজ সেবী ইফতেখার আহমদ বিপুল, সাংঘটক আনোয়ার হোসেন রাজু, হাজী মৌলুল হোসেন জামে মসজিদের সেক্রেটারী মো. ফখরুল হাসান, বিশিষ্ট ব্যবসায়ী সাইদুর রহমান সাইদ, বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ গোলাপঞ্জের সাধারণ সম্পাদক কয়েস আহমদ চান মিয়া।

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, রাজনীতিবিদ আকবর হোসেন, সমাজসেবী ডা. এম এম রহমান, বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ এর গোলাপগঞ্জ শাখার মহিলা বিষয়ক সম্পাদক হামিদা পারভীন, দৈনিক কাজির বাজারের ফটো সাংবাদিক করিম মিয়া, নিরাপদ সড়ক চাই (নিসচা)’র গোলাপঞ্জের সভাপতি ইলিয়াছ বিন রিয়াছত, স্বেচ্ছাসেবী সংগঠন আসাক এর সদস্য আব্দুল হামিদ সুয়েব, এমদাদুল হক, হাম্মাদ আহমদ, সিলেট সরকারী বানিজ্যিক মহাবিদ্যালয়ের ছাত্র তানভীর আহমদ, সায়মন আহমদ, টিপু আহমদ।

আরজদ আলী স্মৃতি পাঠাগারের এর অর্থ সম্পাদক জয়নাল আবেদীন ও সদস্য মঞ্জু বাবু ধর প্রমূখ।

আপনার মন্তব্য

আলোচিত