সংবাদ বিজ্ঞপ্তি

১৪ ডিসেম্বর, ২০১৬ ২২:১১

বুদ্ধিজীবি দিবসে সিলেট ফিল্ম সোসাইটির আয়োজনে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শিত

মহান শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে সিলেট ফিল্ম সোসাইটির আয়োজনে কীন ব্রিজ সংলগ্ন আলী আমজাদের ঘড়ির পাশে মুক্তস্থানে প্রদর্শিত হয়েছে তানভির মোকাম্মেল নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র 'বাংলাদেশের মুক্তি সংগ্রামের ইতিহাস'।

প্রদর্শনী শুরুর আগে সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য আবু বকর আল আমিনের উপস্থাপনায় সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন সিলেট ফিল্ম সোসাইটির আহবায়ক ও তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে যাদু, প্রতিষ্ঠাতা সদস্য নাজিকুল ইসলাম রানা ও সাঈদ মেহেদী সাদী। এছাড়াও উপস্থিত ছিলেন ফিল্ম সোসাইটির সদস্য নাকিব চৌধুরী, রাহাত খান জুম্মা, মিঠুন দেব, শাহাদত রেজা, সাকিব শাওন, আঞ্জুমান কবির, তূর্য, জাবেদসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীবৃন্দ।

১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর শহীদ হওয়া বুদ্ধিজীবীদের স্মরণ ও সাধারণ মানুষের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরে দেশপ্রেমে উদ্ধুদ্ধ করাই এমন আয়োজনের উদ্দেশ্য বলে জানান আয়োজকরা। ভবিষ্যতেও এরকম চলচ্চিত্র প্রদর্শনী আয়োজনের পরিকল্পনার কথা জানান তারা।

আপনার মন্তব্য

আলোচিত