সংবাদ বিজ্ঞপ্তি

১৫ ডিসেম্বর, ২০১৬ ২১:১১

গোয়াইনঘাটে এফআইভিডিবি-সূচনা প্রকল্পের উদ্যোগে ইমামদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) 'সূচনা' প্রকল্প গোয়াইনঘাট উপজেলার নন্দির গাঁও এবং পূর্ব জাফলং ইউনিয়নের দরিদ্র এবং হতদরিদ্র পরিবারসমূহের জীবন-মান উন্নয়নের মাধ্যমে পুষ্টির ঘাটতি কমিয়ে খর্বাকৃতি রোধ করার কার্যক্রম বাস্তবায়ন করছে।

এরই ধারাবাহিকতায় সূচনা প্রকল্প পূর্ব জাফলং ইউনিয়ন ও নন্দির গাঁও ইউনিয়নে ধর্মীয় নেতাদেরকে নিয়ে মোট ২টি পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ আয়োজন করে।

প্রশিক্ষণে মোট ৪০ জন ইমাম অংশগ্রহন করেন। প্রশিক্ষণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ লুৎফুর রহমান লেবু। ফ্যাসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করেন শামীম এহসান চৌধুরী, টেকনিক্যাল ম্যানেজার, গর্ভন্যান্স এন্ড কমিউনিটি মবিলাইজেশন এবং আবুবকর শিকদার, গর্ভন্যান্স এন্ড কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার।

প্রশিক্ষণ শেষে ইমাম সাহেবদের পক্ষ থেকে এফআইভিডিবি-সূচনা কর্মসূচির কার্যক্রমে সহায়তার আশ্বাস প্রদান করেন এবং দরিদ্র ও হতদরিদ্র পরিবার সমূহের পুষ্টি উন্নয়নে স্ব-স্ব ইউনিয়নের একটি করে কর্ম পরিকল্পনা তৈরি করেন।

আপনার মন্তব্য

আলোচিত